Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Coronavirus in India

বিলম্বে বোধোদয়, সংক্রমণ আটকাতে অবশেষে গ্রামের বাড়ি-বাড়ি ঘুরে পরীক্ষায় জোর কেন্দ্রের

সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ পরিধি বিস্তার করে গ্রামীণ ভারতে প্রভাব ফেলতে শুরু করেছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২১ ০৭:০০
Share: Save:

শহরে করোনা সংক্রমণের সূচক কোথাও কোথাও নামতে শুরু করলেও ভাবাচ্ছে গ্রামীণ ভারত। শহর থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়ানো রোখাই এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কেন্দ্র। তাই গ্রামীণ ভারতে যে করেই হোক সংক্রমণ আটকাতে বাড়ি-বাড়ি ঘুরে পরীক্ষার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিভিন্ন মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশের পাশাপাশি জেলা ও ব্লক স্তরে আরও বেশি করে কন্টেনমেন্ট জ়োন গঠন ও টিকাকরণের উপরে জোর দেন প্রধানমন্ত্রী।

গত এক মাসের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ পরিধি বিস্তার করে গ্রামীণ ভারতে প্রভাব ফেলতে শুরু করেছে। তার সঙ্গে বিভিন্ন রাজ্যে লকডাউনের ঘোষণায় ফের পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে নতুন করে গ্রামীণ ভারতে সংক্রমণ বাড়ছে। ভারতের ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। বর্তমানে যা পরিস্থিতি, তাতে গ্রামে এক বার সংক্রমণ পুরোপুরি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য পরিকাঠামোর অভাবে ঘরে ঘরে মানুষ মারা যাবে। এই অবস্থা রুখতেই দিন কয়েক আগে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রধান বলরাম ভার্গব পরামর্শ দিয়েছিলেন যে— সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি, এমন শহর ও গ্রামীণ এলাকায় লকডাউন দরকার। বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে টানা তিন সপ্তাহের লকডাউনে যেমন সংক্রমণের সূচককে নীচে নামানো গিয়েছে, সে ভাবে গ্রামীণ ভারতেও কড়া হাতে লকডাউন করে সংক্রমণ রুখতে হবে। তা না-হলে পরিকাঠামোর অভাবে গ্রামাঞ্চলে মৃত্যুমিছিল রোখা অসম্ভব হয়ে দাঁড়াবে।

গ্রামীণ ভারতে লকডাউন করার প্রশ্নে অন্যতম সমস্যা হল অর্থনীতি। প্রথম ধাক্কার চেয়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা অনেক বেশি মারাত্মক হলেও কেবল অর্থনীতির কথা ভেবে এ যাবৎ সরাসরি লকডাউন করার ব্যাপারে সওয়াল করতে দেখা যায়নি মোদীকে। আইসিএমআরের ডিজি সাম্প্রতিক সময়ে প্রথম সরকারি ব্যক্তি, যাঁকে সংবাদমাধ্যমে প্রকাশ্যে লকডাউনের পক্ষে মুখ খুলতে দেখা গিয়েছে। সূত্রের মতে, গত এপ্রিল মাসে যে জাতীয় টাস্ক ফোর্স বৈঠকে বসেছিল, তারাও দেশের বিস্তীর্ণ অংশে লকডাউনের সুপারিশ করে। কিন্তু প্রথম লকডাউনের ফলে অর্থনীতির সূচক যে ভাবে মুখ থুবড়ে পড়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে লকডাউনের কথা সরাসরি ঘোষণার পথে হাঁটতে রাজি নয় মোদী সরকার। কেন্দ্রের ব্যাখ্যা, অর্থনীতির অবস্থা গত বছরের তুলনায় ভাল অবস্থায় রয়েছে। বিশেষ করে শিল্প ক্ষেত্রে উৎপাদনের তুলনায় কৃষি ক্ষেত্রে বৃদ্ধি মন্দের ভাল। তাই ফের লকডাউন হলে অর্থনীতিতে যে নতুন করে নেতিবাচক ধাক্কা এসে পড়বে, তা থেকে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাই লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলির হাতেই ছেড়ে রাখা হচ্ছে।

এই আবহে, আজ প্রধানমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের সামগ্রিক কোভিড ও টিকাকরণ পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে আধিকারিকেরা দাবি করেন, দেশে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমছে তথা সুস্থের সংখ্যা বাড়ছে। সূত্রের মতে, বৈঠকে স্বাস্থ্য আধিকারিকেরা স্বীকার করে নেন, সরকারের কাছে মূলত চিন্তার বিষয় হল গ্রামীণ ভারত। কারণ পরিযায়ী শ্রমিকেরা লকডাউনের কারণে গ্রামে ফিরে যাওয়ায় সেখানে সংক্রমণের হারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে শুরু করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী তাই রাজ্য ও জেলা স্তরে নমুনা পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার কথা বলেন। আরটি-পিসিআর পরীক্ষার সঙ্গেই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট যাতে সমান তালে হয়, তা-ও বলেছেন তিনি। বৈঠকে মোদী বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাধ্যমে বাড়ি-বাড়ি ঘুরে পরীক্ষা বাড়ানোর উপরে জোর দিতে হবে রাজ্যগুলিকে। ওই কর্মীদের সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে রাজ্যগুলিকে। এ ছাড়া গ্রামীণ এলাকায় নিভৃতবাস বানানো ও ঘরে থেকেই নির্ভুল চিকিৎসা সম্পর্কিত যাবতীয় দিশা-নির্দেশিকা স্থানীয় ভাষায় প্রকাশের বিষয়ে রাজ্যগুলিকে বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বড় শহরগুলির মতো অক্সিজেনের অভাব ঘোচাতে গ্রামীণ এলাকাতেও অক্সিজেন সরবরাহ ও বণ্টনের পরিকল্পনা প্রণয়নের উপরে জোর দেওয়া হয়েছে। অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের মতো যন্ত্রগুলি চালানোর জন্য গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাজ্যগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে। দ্বিতীয়
ঢেউয়ের মুখে বহু রাজ্যের বিরুদ্ধে কোভিডে আক্রান্তদের প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ উঠেছে। বৈঠকে তাই প্রধানমন্ত্রী রাজ্যগুলির উদ্দেশে বার্তা দিয়েছেন যে, কোনও মতেই যেন পরিস্থিতির চাপে পড়ে প্রকৃত সংখ্যা গোপন করা না-হয়। টিকাকরণের হার বাড়ানোর জন্য রাজ্যগুলির দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি বৈঠকে উপস্থিত আধিকারিকদের রাজ্য প্রশাসনগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Coronavirus in India COVID19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy