Advertisement
০৯ নভেম্বর ২০২৪
মহারাষ্ট্রে একটি মৃত্যু, অপেক্ষা রিপোর্টের
Coronavirus

করোনা ‘বিপর্যয়’, ক্ষতিপূরণ নিয়ে ধন্দ

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮৪। বেসরকারি হিসেবে সংখ্যাটা শতাধিক।

কোচির একটি হাসপাতালে। ছবি: পিটিআই।

কোচির একটি হাসপাতালে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ০৪:১৫
Share: Save:

করোনা-সংক্রমণকে ভারত সরকার ‘ঘোষিত বিপর্যয়’ বলার দিনেই উদ্বেগ বাড়াল একটি মৃত্যু। মহারাষ্ট্রের বুলাঢাণায় মৃত এই ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট অবশ্য এখনও আসেনি। ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দুইয়েই রয়েছে।

বুলঢাণা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন ৭১ বছরের বৃদ্ধটি। নাগপুরের এই বাসিন্দা সৌদি আরব থেকে ফেরার পরেই রক্তচাপের সমস্যায় হাসপাতালে ভর্তি হন। করোনার লক্ষণ দেখা দেওয়ায় আজ সকালেই আইসোলেশনে রাখা হয় বৃদ্ধকে। বিকেলে তিনি মারা যান।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮৪। বেসরকারি হিসেবে সংখ্যাটা শতাধিক। করোনার প্রাদুর্ভাবকে আজ ‘ঘোষিত বিপর্যয়’ (নোটিফায়েড ডিজ়াস্টার) আখ্যা দিয়েছে কেন্দ্র, যাতে পরিস্থিতি সামলাতে রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল ব্যবহার করা যায়। সেই টাকাতেই আইসোলেশন সেন্টারের পরিকাঠামো থেকে সংক্রমণ প্রতিরোধ ও করোনা-পরীক্ষার সরঞ্জামের বন্দোবস্ত করবে রাজ্যগুলি। তবে করোনায় মৃতদের পরিবারকে ওই তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে তৈরি হয়েছে ধন্দ। প্রথমে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতের নিকটাত্মীয় পাবেন ৪ লক্ষ টাকা। কিন্তু কয়েক ঘণ্টা পরেই পাল্টে যায় সরকারি ঘোষণার বয়ান। দেখা যায়, সেখানে মৃতের নিকটাত্মীয়কে ওই তহবিল থেকে কোনও রকম ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গই নেই (কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি নম্বর: ৩৩-৪ / ২০২০-এনডিএম-ওয়ান, তারিখ ১৪-০৩-২০২০)।

কার কী উপসর্গ

নোভেল করোনাভাইরাস


জ্বর, কাশি, প্রচণ্ডশ্বাসকষ্ট। শ্বাসের হার বেড়ে যেতে পারে। গলার ভিতর প্রদাহ প্রভৃতি

সতর্কতা

অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার বা সাবান দিয়ে বার বার হাত ধোওয়া। উপসর্গ থাকলে ডাক্তার দেখান, মাস্ক ব্যবহার করুন। ভিড় জায়গায় যাবেন না। অন্তত এক মিটার দূরত্ব বজায় রেখে কথা বলুন। প্রকাশ্যে থুথু না ফেলা। মুখ, চোখ, নাকে হাত নয়

সোয়াইন ফ্লু

জ্বর, ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, চোখ ছলছল, সারা শরীরে ব্যথা, মাথা যন্ত্রণা। অনেকের সামান্য সর্দি কাশি হয়। পরিচিত লক্ষণের অভাবে সংক্রমণ বোঝা যায় না। কারও কারও পেট খারাপ, বমি হতে পারে। জটিলতা বাড়লে শ্বাসকষ্ট, হাঁফ ধরা, মুখে নীলচে ভাব, কাশির সঙ্গে রক্তপাত হতে পারে

সতর্কতা

সাবান বা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার দিয়ে হাত ধোওয়ার বিকল্প নেই। চোখ, নাক, মুখে হাত নয়। অন্তত এক মিটার দূরত্ব বজায় রেখে কথা বলুন। অকারণে বাড়ি থেকে বেরোবেন না। উপসর্গ থাকলে ডাক্তার দেখান, মাস্ক ব্যবহার করুন

ইনফ্লুয়েঞ্জা

জ্বর, কাশি, গলা খুশখুশ, নাক দিয়ে জল পড়া, শরীরে ব্যথা বা মাংসপেশীতে টান, অসহ্য মাথাব্যথা, দুর্বলতা, ক্লান্তিভাব। কারও ডায়ারিয়া বা বমি হতে পারে। তবে বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়

সতর্কতা

হাঁচিকাশির সময় রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে রাখা। ভাল করে হাত ধোওয়া

বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হলে কী করণীয়, স্বাস্থ্য মন্ত্রকের সেই সংক্রান্ত বিধি আজ টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিকে, করোনা-পরিস্থিতির জেরে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত হয়েছে। আমজনতাকে আপাতত সংসদ ভবনে ঢোকার পাস দেওয়া হচ্ছে না।

ইটালিতে আটকে পড়া ভারতীয় ছাত্রদের ফেরাতে এয়ার ইন্ডিয়ার বিমান যাচ্ছে মিলানে। ইরান থেকে ভারতীয়দের নিয়ে আজ আরও একটি বিমান ফিরেছে। চিনের উহান থেকে ফেরা ১১০ জন ভারতীয়ের দেহে করোনা-সংক্রমণ না-মেলায় দিল্লির কোয়ারেন্টাইন শিবির থেকে আজ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পূর্ব আফ্রিকার রোয়ান্ডায় এক ভারতীয়ের দেহে কোভিড-১৯-এর লক্ষণ মিলেছে বলে সেখানকার স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন। ৮ মার্চ তিনি মুম্বই থেকে রোয়ান্ডায় গিয়েছিলেন।

বেঙ্গালুরুর করোনা-আক্রান্ত গুগল কর্মীর স্ত্রীকে আগরার রেল কলোনি থেকে এনে শহরেরই সরোজিনী নায়ডু মেডিক্যাল কলেজে রাখা হয়েছে। বেঙ্গালুরু থেকে বিমানে দিল্লি, তার পরে ট্রেনে তিনি আগরায় বাবা-মায়ের কাছে গিয়েছিলেন। কেরলের আলাপুঝা জেলার হাসপাতালে করোনার মতো লক্ষণ নিয়ে এসেছিলেন এক মার্কিন দম্পতি। পরীক্ষার কথা বলতেই বেপাত্তা হয়ে যান তাঁরা। গত রাতে কোচি বিমানবন্দর থেকে তাঁদের খুঁজে এনে ফের হাসপাতালে রাখা হয়। নাগপুরের সরকারি হাসপাতাল থেকে গত রাতে পালিয়েছিলেন দুই মহিলা-সহ আইসোলেশনে থাকা চার জন। পুলিশ তাঁদের ফিরিয়ে আনে। চার জনের কারও শরীরে করোনার চিহ্ন মেলেনি। করোনা-আক্রান্ত নানা দেশ থেকে সম্প্রতি ফিরেছেন পঞ্জাবের অন্তত ৩৩৫ জন। তাঁদের খোঁজ পেতে এখন ঘুম উড়েছে রাজ্য প্রশাসনের।

আমেরিকার সব দূতাবাস ও কনসুলেট ১৬ মার্চ থেকে ভিসার ইন্টারভিউ বন্ধ রেখেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ২২ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ। একাধিক রাজ্যে বন্ধ রয়েছে স্কুল-কলেজ, সিনেমা হল, পার্ক। মিজোরাম ইনার-লাইন পারমিট দেওয়া বন্ধ রেখেছে। ব্রহ্মপুত্রের বুকে ‘এমভি মহাবাহু’ প্রমোদতরীর এক যাত্রীর দেহে করোনার চিহ্ন মিলেছিল। সাত দিন নজরবন্দি থাকার পরে সেটির আরোহী ২২ জন বিদেশি পর্যটক আজ কলকাতা পৌঁছেছেন।

অন্য বিষয়গুলি:

Coronavirus India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE