সুদর্শন পট্টনায়েকের টুইরার হ্যান্ডল থেকে নেওয়া।
গোটা বিশ্ব মারণ করোনাভাইরাসের সঙ্গে লড়ছে। লড়ছেন নানা ক্ষেত্রে মহিলা কর্মীরাও। পুলিশ কর্মী, চিকিৎসক, নার্স-রূপী সেই মায়েদের সেলাম জানালেন ওড়িশার বালুশিল্পী। সৈকতে ফুটে উঠল করোনার বিরুদ্ধে তাঁদের সেই লড়াইয়ের ছবি।
মাতৃ দিবসে, বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক পুরির সৈকতে শিল্প ফুটিয়ে তুলেছেন। সেখানে দেখা যাচ্ছে চার পেশার মহিলাদের। সাফাই কর্মী, নার্স, চিকিৎসক, পলিশ কর্মী। এই অতিমারির সময় যে ভাবে তাঁরা নিজেদের পরিবার, পরিজনের কথা না ভেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সে কথাই সুদর্শন পট্টনায়েক ফুটিয়ে তুলছেন। এই চার পেশার নারী ছাড়াও নীচের দিকে আরও চার নারী মূর্তি দেখা যাচ্ছে, যাঁদের হাতে ধরা ‘মা তুঝে সেলাম’ ব্যানার’।
এদিন সকাল ৮টা নাগাদ, এই বালু শিল্পের ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে। ছবিটি ইতিমধ্যেই ছয় হাজারের বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে এক হাজারের বেশি।
আরও পড়ুন: করোনার আতঙ্কের মাঝে ৩৫ বছর বয়সী অর্থমন্ত্রীকে দেখে ভরসা পাচ্ছেন দেশবাসী
আরও পড়ুন: এ বার করোনার টিকা আবিষ্কার? ইতালির বিজ্ঞানীদের দাবি ঘিরে আশার আলো
দেখুন সেই পোস্ট:
Salute to all Mothers in our society working day and night to fight against #COVID19 . My SandArt at Puri beach on #MothersDay with the message “Maa Tujhe salaam”. pic.twitter.com/sDh5ai7FnR
— Sudarsan Pattnaik (@sudarsansand) May 10, 2020
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy