দেশে দৈনিক করোনা সংক্রমণ কমল। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫হাজার ৮৩৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারের তুলনায় সংখ্যাটা অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশে ১৮ হাজার ৪৫৪ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বৃহস্পতিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৬০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলেছে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় ২৩১ জন মারা গিয়েছেন দেশে।
বৃহস্পতিবার ১০০ কোটি টিকার লক্ষ্য ছুঁয়েছে ভারত। তারপর থেকে আরও ৫৯ হাজার ৪ লক্ষ ৫৮০ জনের টিকাকরণ হয়েছে দেশে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষ ২৪ হাজার ২৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। সংক্রমণ হার ছিল ১.১০ শতাংশ।