বৃদ্ধকে মারধর পুলিশকর্মীর। — ছবি টুইটারের ভিডিয়ো থেকে।
স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে এক প্রবীণকে মারধর করছেন পুলিশ কর্মী। মুখে লাথি মারছেন। মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনের সেই ভিডিয়ো এখন ভাইরাল। রেওয়া জেলার ওই পুলিশ কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, মত্ত অবস্থায় সহযাত্রী এবং পুলিশ কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন ওই প্রবীণ। ৩০ সেকেন্ডের ভিডিয়োটি দেখা গিয়েছে, বৃদ্ধের মুখে লাথি মারছেন অনন্ত মিশ্র নামে ওই পুলিশ কর্মী।
Pathetic & Horrible
— J.J.SaidaiahBabu सैदय्या बाबू సైదయ్యబాబు (@SaidaiahBabuINC) July 29, 2022
(Jabalpur Station Incidence) pic.twitter.com/JMh356IgXF
এর পর বৃদ্ধের পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যান তিনি। এর পর তাঁকে রেল লাইনে ফেলে দেওয়ার চেষ্টা করেন অনন্ত। উল্টো দিকে ট্রেনের মধ্যে বসেছিলেন এক যাত্রী। তিনি মোবাইলে গোটা ঘটনা তুলে রাখেন।
অ্যাসিসট্যান্ট পুলিশ সুপার প্রতিমা পটেল জানিয়েছেন, অনন্ত রেওয়ার এক থানায় কর্মরত। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, নেটাগরিকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy