Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Transgender

Trans-Children: ‘ট্রান্স-শিশু’ সংক্রান্ত নির্দেশিকায় বিতর্ক

সম্প্রতি একটি নির্দেশিকায় স্কুলে লিঙ্গনিরপেক্ষ শৌচাগার এবং স্কুলের কার্যক্রমে লিঙ্গপরিচয়ের অভ্যস্ত ছক থেকে বেরিয়ে ভাবতে বলে এনসিইআরটি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ০৫:২৭
Share: Save:

দেশের আইন থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বার বার উঠে এসেছে তৃতীয় লিঙ্গভুক্তদের সমানাধিকার কিংবা সমকামী, রূপান্তরকামীদের নিজের শর্তে বাঁচার অধিকার। কিন্তু স্কুলস্তরে এ বিষয়ে সচেতনতার পাঠ না-পসন্দ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-কে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য তারা লিখিত ভাবে কারণ দর্শাতে (শো-কজ়) বলেছে।

সম্প্রতি একটি নির্দেশিকায় স্কুলে লিঙ্গনিরপেক্ষ শৌচাগার এবং স্কুলের কার্যক্রমে লিঙ্গপরিচয়ের অভ্যস্ত ছক থেকে বেরিয়ে ভাবতে বলে এনসিইআরটি। ইনক্লুশন অব ট্রান্সজেন্ডার চিলড্রেন ইন স্কুল এডুকেশন-শীর্ষক নির্দেশিকাটিতে এ সব বলা হয়েছে। তাতেই যত গোলমাল। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে এর নিন্দা করে বলা হয়েছে, এর ফলে ছোটদের এক ধরনের অনাবশ্যক মনস্তাত্ত্বিক যন্ত্রণা ও আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা অভিপ্রেত নয়।’’ লিঙ্গপরিচয় নিয়ে মানসিক টানাপড়েনের শিকার ছোটদের সঙ্গে সংবেদনশীল ব্যবহার এবং হরমোন চিকিৎসার সুযোগসুবিধা নিয়েও দরকারে আলোচনা করতে বলেছেন এনসিইআরটি কর্তৃপক্ষ। এই বিষয়টিরও নিন্দা করেছে কমিশন। এনসিইআরটিকে এই নির্দেশিকাটি শুধরে জুতসই পদক্ষেপ করতে বলা ছাড়াও নির্দেশিকাটি কারা কোন যোগ্যতার ভিত্তিতে তৈরি করেছে তাও সাত দিনের মধ্যে জানাতে বলেছে কমিশন। কমিশনের এই পদক্ষেপের নেপথ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-ঘনিষ্ঠ একটি শিবির সক্রিয় বলেও সূত্রের খবর। তবে কমিশনের সর্বভারতীয় চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর কাছে বিষয়টি জানতে চেয়ে ফোন করা হলে অবশ্য সাড়া মেলেনি।

তবে কমিশনের এই পদক্ষেপ নিয়ে দেশের এলজিবিটিকিউ সমাজের বিভিন্ন গোষ্ঠী এখন সরব। অনেকেই বিষয়টি নিয়ে কমিশনের দরবারে ইমেলও করেছেন। বাপ্পাদিত্য মুখোপাধ্যায়, রঞ্জিতা সিংহ প্রমুখ সমাজকর্মীদের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই পরিষ্কার, সমকামী বা রূপান্তরকামী মনস্ক ছোটদের শতকরা ৮০ ভাগই স্কুলস্তরে পীড়নের শিকার হন। স্কুল ছাড়তেও তাঁরা বাধ্য হন। এই পরিস্থিতিতে এনসিইআরটি-র নির্দেশিকাটি ছিল খুবই মানবিক। এর বিরুদ্ধে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের ভূমিকাটি দুর্ভাগ্যজনক।’’ পাশাপাশি, এই নির্দেশিকা-বিতর্কে এনসিইআরটি-র পাশে থাকার কথা বলছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি বলেন, ‘‘এনসিইআরটি-র নির্দেশিকা লিঙ্গ নির্বিশেষে সব ছোটদের সমান চোখে দেখার চেষ্টাই করছিল। আমরা কমিশনের তরফে তাঁদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে একটি চিঠি দেব।’’

অন্য বিষয়গুলি:

Transgender NCPCR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy