বিজেপির সর্বভারতীয় নেতা তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ঘনিষ্ঠ রামমাধবের এক টুইটকে ঘিরে আলোড়ন শুরু হয়েছে ত্রিপুরা রাজনীতিতে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্টকে উল্লেখ করে, টুইটে রামমাধবের মূল বক্তব্য, সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, সিপিএমের দলীয় প্রাক্-নির্বাচনী সমীক্ষায় ৬০ সদস্যের রাজ্য বিধানসভার আগামী ভোটে সিপিএমের আসন সংখ্যা কমে ৩৪-এ দাঁড়াবে। তবে তাঁর দাবি, তাঁদের দলীয় সমীক্ষা অন্য কথা বলছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, সিপিএমের অবস্থা আরও খারাপ।
তবে সিপিএমের তরফে এ নিয়ে সরকারি ভাবে একটি শব্দও খরচ করা হয়নি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার দাবি, এমন কোনও সমীক্ষা সিপিএম করায়নি। কারণ সিপিএম জানে, দুই-তৃতীয়ংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারাই ফের সরকারে ফিরবে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশকে ব্যবহার করে বিজেপি নেতৃত্বই এই ধরনের খবর ছড়াচ্ছে।
আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় ভোট। এক-আধ মাস এগিয়ে আসতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। আগামী কালই প্রাক্-নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলায় আসছে নির্বাচন কমিশনের ‘ফুল বেঞ্চ’। কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলবেন। কথা বলবেন রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গেও। নির্বাচন পরিচালনায় কত নিরাপত্তা বাহিনী প্রয়োজন তা-ও খতিয়ে দেখবেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy