Advertisement
২৫ নভেম্বর ২০২৪

কর্নাটকে পুরভোটের ফলে স্বস্তি কংগ্রেসের

লোকসভা ভোটে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২৫টিতে জিতেছে বিজেপি। মাত্র ১টি করে আসন পেয়েছে কংগ্রেস ও জেডিএস। রাজ্যের শাসক জোটে দীর্ঘদিন ধরেই অন্তর্দ্বন্দ্ব চলছে। এই ফলের পরে বেশ কয়েক জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০১:৫১
Share: Save:

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে কর্নাটকের ৬১টি পুরসভার নির্বাচনের ফলে কিছুটা স্বস্তি পেল কংগ্রেস-জেডিএস জোট। ওই পুরসভাগুলির অধিকাংশ আসনই দখল করেছে কংগ্রেস। ফলে আপাতত রাজ্যের শাসক জোটে ফাটল ধরার সম্ভাবনা কমেছে বলেও মনে করছেন রাজনীতিকেরা।

লোকসভা ভোটে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২৫টিতে জিতেছে বিজেপি। মাত্র ১টি করে আসন পেয়েছে কংগ্রেস ও জেডিএস। রাজ্যের শাসক জোটে দীর্ঘদিন ধরেই অন্তর্দ্বন্দ্ব চলছে। এই ফলের পরে বেশ কয়েক জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়।

২৯ মে রাজ্যে ৬১টি পুরসভার নির্বাচন হয়। আজ সেই নির্বাচনের ফলপ্রকাশের পরে দেখা যাচ্ছে, পুরসভাগুলির ১৩০০টি আসনের মধ্যে ৫০৯টি দখল করেছে কংগ্রেস। জেডিএস পেয়েছে ১৭৪টি। বিজেপির হাতে রয়েছে ৩৬৬টি। ১৬০টি আসন দখল করেছেন নির্দল প্রার্থীরা।

পুর নির্বাচনে আলাদা আলাদা ভাবেই লড়েছিল কংগ্রেস ও জেডিএস। তবে এই ফলে যে তাঁরা অনেকটা স্বস্তি পেয়েছেন তা গোপন করছেন না ওই দুই দলের নেতারা। প্রদেশ কং‌গ্রেসের প্রধান গুন্ডু রাওয়ের কথায়, ‘‘পুরভোটে আমরা আলাদা আলাদা ভাবেই লড়ি। তবে বোর্ড গড়ার সময়ে প্রয়োজনে একে অন্যকে সমর্থন করা হবে। ভবিষ্যতেও পঞ্চায়েত ভোটে আলাদা লড়বে কংগ্রেস ও জেডিএস। কিন্তু ফলের দিকে তাকিয়ে দেখুন। এখানে আমরাই নম্বর ওয়ান।’’ রাওয়ের কথায়, ‘‘লোকসভা ভোটের কয়েক দিন পরেই এই ভোট হয়েছে‌। বিজেপি বলছিল কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। তাহলে ওদের ৬০ শতাংশ আসন পাওয়া উচিত ছিল। কিন্তু এই ভোটের ফল হয়েছে উল্টো। বিজেপি মাত্র ২০ শতাংশ ভোট পেয়েছে। এই ফল আমাদের অনেকটা স্বস্তি দিল।’’ পুরভোটে দলকে সমর্থন করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছে কংগ্রেস।

পুরভোটের ফলের প্রেক্ষিতে ফের ইভিএমে কারচুপির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতারা। রাওয়ের বক্তব্য, ‘‘এত কম সময়ের মধ্যে জনমতে এত বড় পার্থক্য কেন হল তা খতিয়ে দেখা উচিত। যাই হোক, মানুষ আমাদের সমর্থন করেছেন।’’

তাৎপর্যপূর্ণ ভাবে গতকালই বিজেপি নেতা ইয়েদুরাপ্পা বলেন, ‘‘কর্নাটকে সরকার ফেলার কোনও উদ্দেশ্য বিজেপির নেই। এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে কং‌গ্রেস-জেডিএস জোটের উচিত রাজ্যের উন্নয়নে মন দেওয়া।’’ বিজেপির মতে, অনেক ক্ষেত্রেই পুরভোট ও লোকসভা ভোটে সম্পূর্ণ ভিন্ন বিষয় মাথায় রেখে ভোট দেন মানুষ। পুরভোটের ফল দেখে সামগ্রিক পরিস্থিতি বিচার করা উচিত নয়।

অন্য বিষয়গুলি:

Congress Karnataka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy