Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Karnataka Assembly Election 2023

সিদ্দার শপথে আমন্ত্রিত মমতা! থাকবেন স্ট্যালিন, নীতীশ, তেজস্বী! আবার তারকা সমাবেশ কর্নাটকে?

২০১৮ সালে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথে সনিয়া ও রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পওয়ার, অজিত সিংহেরা ছিলেন।

Congress to invite like-minded parties to Karnataka cabinet swearing-in ceremony on 20 May 2023

পাঁচ বছর আগে কুমারস্বামীর শপথে বিরোধী নেতাদের মহাসমাবেশ দেখেছিল বেঙ্গালুরু, সিদ্দারামাইয়ার শপথ নিয়ে তাই জল্পনা রয়েছে। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৮:৪৮
Share: Save:

কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথে কি আবার দেখা যাবে বিরোধী ‘তারকাদের’ ভিড়। বৃহস্পতির দুপুর থেকেই জল্পনা দানা বেঁধেছে বেঙ্গালুরুতে। আগামী শনিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। সেখানে কোন কোন বিরোধী নেতা আমন্ত্রণ পাবেন আর কারা শেষ পর্যন্ত হাজির হবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে জাতীয় রাজনীতিতেও।

এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার বিকেলে শপথের দিন ঘোষণা করে বলেন, ‘‘আমরা সমমনস্ক দলগুলির নেতৃত্বকে আমন্ত্রণ জানাব।’’ তবে আমন্ত্রিতের সেই তালিকায় কারা রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে কংগ্রেসের একটি সূত্রের খবর, সহযোগী দলগুলির পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রয়েছেন আমন্ত্রিতের তালিকায়। তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার মমতার কাছে এসে গিয়েছে কংগ্রেসের আমন্ত্রণ।

৫ বছর আগে কর্নাটকের ‘সৌজন্যে’ ভারতীয় রাজনীতি এক সন্ধিক্ষণের সাক্ষী হয়েছিল। জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথে দেখা গিয়েছিল বিজেপি বিরোধী নেতাদের ‘ঐতিহাসিক’ সমাবেশ। সনিয়া ও রাহুল গান্ধী, মমতা, সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পওয়ারদের দেখা গিয়েছিল এক মঞ্চে।

২০১৮-র ২৩ মে কুমারস্বামীর ওই শপথ কর্মসূচিকে ২০১৯ সালের লোকসভা ভোটে ‘বিরোধী ঐক্যের সূচনা’ বলেও চিহ্নিত করেছিলেন ভোট পণ্ডিতদের অনেকেই। যদিও কার্যক্ষেত্রে তা হয়নি। পরবর্তী কয়েক মাসের মধ্যেই শিথিল হয়ে পড়েছিল বিরোধী জোটের বুনট। এ বার অবশ্য ৫ বছর আগেকার সেই ‘মেগা শো’র পুনরাবৃত্তির সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, কংগ্রেসের সহযোগী দল ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শনিবারের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-এর দাবি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে স্বয়ং স্ট্যালিনকে ফোন করেছেন বৃহস্পতিবার। এ ছাড়া, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার, আরজেডি সভাপতি লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ৩ জনেই বেঙ্গালুরুতে হাজির হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে কংগ্রেস সূত্রের খবর।

শরদের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা (বালাসাহেব), হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের মতো সহযোগী দলগুলি আমন্ত্রণ পেতে পারে। ডাকা হতে পারে বামেদেরও। কিন্তু আমন্ত্রণ পেলেও রাজনীতির সমীকরণ মেনে মমতা, অখিলেশ, মায়াবতীরা শনিবার বেঙ্গালুরুতে হাজির হবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের। কারণ, সেখানেও রয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের সমীকরণের অঙ্ক।

অন্য বিষয়গুলি:

Karnataka Assembly Election 2023 Karnataka Karnataka CM Siddaramaiah Congress HD Kumaraswami Opposition Unity Anti BJP Alliance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy