প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর দফতরের সিদ্ধান্ত তো ১০ জনপথে বসে সনিয়া গান্ধী বা রাহুল গান্ধী পাল্টে দেন। এতে প্রধানমন্ত্রী হিসেবে আপনার কর্তৃত্ব খর্ব হয় না?
এমন চরম অস্বস্তিকর প্রশ্নেরও ঠান্ডা গলায় মনমোহন সিংহের উত্তর ছিল, এতে ক্ষতির থেকে লাভই হয়। সনিয়া বা রাহুল কংগ্রেস সভাপতি ও সহ-সভাপতি হিসেবে সরকারের সিদ্ধান্তকে যেমন সমর্থন করেন, তেমনই কোথাও মত পার্থক্য হলে সেটাও জানান। সে ক্ষেত্রে সরকারের ভুলত্রুটি হলে তা শুধরে নেওয়ার সুযোগ থাকে।
দিনটা ছিল ২০১৪ সালের ৩ জানুয়ারি। এ দেশের কোনও প্রধানমন্ত্রীর শেষ সাংবাদিক বৈঠক। প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী গত ১০ বছরে কোনও সাংবাদিক বৈঠক করেননি। মুখোমুখি হননি সাংবাদিক বৈঠকে বসে ধেয়ে আসা অজানা প্রশ্নের।
কোনও প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে ১০ বছর কেটে যাওয়ায় আজ তা নিয়ে কংগ্রেস মোদীকে নিশানা করল। প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংহের শেষবেলায় মিডিয়া উপদেষ্টা আজ ২০১৪-র ৩ জানুয়ারির সাংবাদিক বৈঠকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে লিখেছেন, ঠিক ১০ বছর আগে এই দিনেই কোনও ভারতীয় প্রধানমন্ত্রী শেষ সাংবাদিক বৈঠক করেছিলেন। শতাধিক বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। মনমোহন ৬২টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। প্রশ্ন বা উত্তরের কোনও চিত্রনাট্য আগে থেকে সাজানো ছিল না।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী একটি সাংবাদিক বৈঠক করেছিলেন বটে। কিন্তু দু’একটি প্রশ্নের উত্তর দিয়ে ‘নীরব’ই ছিলেন তিনি।
কংগ্রেস আজ বলেছে, বিজেপি মনমোহন সিংহের নীরবতা নিয়ে কটাক্ষ করত। বাস্তব হল, মনমোহন সিংহ প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছরে ১১৭টি সাংবাদিক বৈঠক করেছিলেন। মোদী একটিও করেননি। ১০ বছর আগে মনমোহনের সেই সাংবাদিক বৈঠকটি পরিচালনা করেছিলেন তদানীন্তন তথ্যসম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারি। তাঁর বক্তব্য, মনমোহন সিংহ ১০ বছরে ১০টি বার্ষিক সাংবাদিক বৈঠক করেছেন। বিদেশ সফরে গিয়ে ৭২টি সাংবাদিক বৈঠক করেছেন। রাজ্য সফরে গিয়ে ২৩টি এবং নির্বাচনী প্রচার, রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে ১২টি সাংবাদিক বৈঠক করেছেন। মণীশের প্রশ্ন, মোদী কেন গত ১০ বছরে একটিও সাংবাদিক বৈঠক করলেন না!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy