(বাঁ দিকে) জম্মু ও কাশ্মীরের কংগ্রেস বিধায়ক গুলাম আহমেদ মির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল ছবি।
বিধানসভা ভোটে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট জিতলে ঝাড়খণ্ডে বসবাসকারী সব পরিবারকে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হবে। বাদ পড়বেন না তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও। এআইসিসির সাধারণ সম্পাদক তথা জম্মু ও কাশ্মীরের কংগ্রেস বিধায়ক গুলাম আহমেদ মির ওই প্রতিশ্রুতি দেওয়ার পরেই বিতর্কের ঝড় ঝাড়খণ্ড ভোটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা শুক্রবার থেকেই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে নিশানা করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে। প্রসঙ্গত, বৃহস্পতিবার চন্দ্রপুরায় একটি জনসভায় মির বলেন, ‘‘নতুন সরকার গঠনের পরেই ঝাড়খণ্ডে গ্যাসের সিলিন্ডারের দাম ৪৫০ টাকা কমিয়ে দেওয়া হবে। এই সুবিধা হবে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের জন্য। অনুপ্রবেশকারী বা অন্য যে কারও জন্য।’’
প্রধানমন্ত্রী মোদী শুক্রবার এই প্রসঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, ‘‘কংগ্রেস দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে।’’ প্রসঙ্গত, এ বার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে প্রচারের গোড়া থেকেই ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ প্রসঙ্গে সরব বিজেপি নেতৃত্ব। মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো শীর্ষস্তরের নেতারা এ বিষয়ে সে রাজ্যের ‘মহাগঠবন্ধন’ সরকারকে দুষেছে। তাঁদের অভিযোগ, ধারাবাহিক ভাবে বাংলাদেশি অনুপ্রবেশের ফলে ঝাড়খণ্ডে জনবিন্যাসের চরিত্র বদলে যাচ্ছে। জনজাতি জনসংখ্যা আনুপাতিক হারে কমছে। প্রসঙ্গত, বাংলার পড়শি রাজ্যের ৮১টি বিধানসভা আসনের মধ্যে গত ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হয়েছে। আগামী ২০ নভেম্বর বাকি ৩৮টিতে হবে। গণনা ২৩ নভেম্বর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy