মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অম্রুতা সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বুধবার নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর প্রচারে গিয়েছিলেন। ২০০৯ সাল থেকে টানা তিন বার ওই আসনে জিতেছেন বিজেপি নেতা দেবেন্দ্র। অভিযোগ কানহাইয়া কংগ্রেসের ওই সভায় দেবেন্দ্রর স্ত্রীর নাম না করে ইনস্টাগ্রামের জন্য রিল বানানো নিয়ে খোঁচা দেন।
মহারাষ্ট্রের ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতারা ‘হিন্দুধর্মের উপর আঘাতের’ অভিযোগ তুলেছেন। ধর্মরক্ষার কথা বলেছেন। কানহাইয়া সেই প্রসঙ্গ তুলে বলেন, ‘‘এটি যদি একটি ধর্মযুদ্ধ হয়, তা হলে এমন কোনও নেতাকে প্রশ্ন করুন যিনি আপনাদের সামনে ধর্মরক্ষার বিষয়ে বক্তৃতা করেন। তাঁদের প্রশ্ন করুন, নেতার নিজের ছেলেমেয়েরাও ধর্ম বাঁচানোর লড়াইয়ে নামবে কি না। নেতার ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করলে জনগণ ধর্মরক্ষা করবেন কী ভাবে? উপমুখ্যমন্ত্রীর স্ত্রী ইনস্টাগ্রাম রিল তৈরি করলে ধর্ম বাঁচানোর জন্য জনসাধারণ কী ভাবে সক্রিয় হতে পারে?’’
আরও পড়ুন:
পেশায় ব্যাঙ্ক আধিকারিক অম্রুতার কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত। সামাজিক মাধ্যমেও তিনি বরাবরই সক্রিয়। ২০১৪ সালে দেবেন্দ্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারে বারেই আলোচনায় এসেছে তাঁর নাম। কখনও ব্যায়সঙ্কোচের কথা বলে সরকারি নিরাপত্তা ফিরিয়ে দেওয়া নিয়ে। কখনও বা প্রমোদতরীর শেষপ্রান্তে বিপজ্জনক ভাবে বসে সেলফি তুলে সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়িয়ে। এ বার ভোটের প্রচারে বিতর্ক দানা বাঁধল তাঁর সমাজমাধ্যমে সক্রিয়তা নিয়ে।