Advertisement
০২ নভেম্বর ২০২৪

অল্পেশকে নিয়ে অস্বস্তি কংগ্রেসে

আক্রমণের লক্ষ্য ছিল শাসক বিজেপি সরকার। কিন্তু গুজরাতে হিন্দিভাষী খেদাও বির্তকে মূল অভিযুক্ত হিসেবে দলীয় বিধায়ক অল্পেশ ঠাকোরের নাম উঠে আসায় কিছুটা হলেও ব্যাকফুটে কংগ্রেস।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদাদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০২:২৯
Share: Save:

আক্রমণের লক্ষ্য ছিল শাসক বিজেপি সরকার। কিন্তু গুজরাতে হিন্দিভাষী খেদাও বির্তকে মূল অভিযুক্ত হিসেবে দলীয় বিধায়ক অল্পেশ ঠাকোরের নাম উঠে আসায় কিছুটা হলেও ব্যাকফুটে কংগ্রেস। কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ বুঝে তড়িঘড়ি আজ ভাবমূর্তি উদ্ধারে আমদাবাদে এক দিনের জন্য অনশনে বসেন অল্পেশ।

তাঁর দাবি, তিনি সুবিচার চেয়ে সরব হয়েছিলেন। কিন্তু শাসক শিবির রাজনীতি করে উল্টে তাঁকেই দোষী বানিয়ে দিয়েছে।

২৮ সেপ্টেম্বর সবরকণ্ঠা জেলায় ১৪ মাসের এক শিশু ধর্ষণের ঘটনায় বিহারের এক বাসিন্দাকে গ্রেফতারের পরে গোলমালের শুরু। অভিযোগ, তার পর থেকে হিন্দিভাষীদের খেদানো শুরু হয়। উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা ঠিকা শ্রমিকেরা দলে দলে গুজরাত ছাড়তে শুরু করেন। সরব হন রাহুল গাঁধী।

অন্য বিষয়গুলি:

Alpesh Thakor Discomfort Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE