পুরভোটে হেরে গিয়েছেন। তা-ও মাত্র ১৪ ভোটে! এই খবর শোনামাত্রই হার্ট অ্যাটাকে মৃত্যু হল এক কংগ্রেস প্রার্থীর।
মধ্যপ্রদেশের রেওয়া পুর এলাকায় ওই কংগ্রেস প্রার্থীর নাম হরিনারায়ণ গুপ্ত। তিনি আবার মধ্যপ্রদেশের হনুমানায় কংগ্রেসের মণ্ডল সভাপতিও বটে। রবিবার পুর পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, নির্দল প্রার্থী অখিলেশ গুপ্তের কাছে মাত্র ১৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি। ঘনিষ্ঠদের দাবি, ভোটে পরাজয়ের খবর শোনার পরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় হরিনারায়ণের।
প্রসঙ্গত, গত ৬ এবং ১৩ জুলাই মধ্যপ্রদেশের ৪১৩টি পুরসভার নির্বাচন হয়েছে। তার মধ্যে রয়েছে ১৬টি নগরপালিকা নিগম, ৯৯টি নগরপালিকা পরিষদ এবং ২৯৮টি নগর পরিষদও। রবিবার নির্বাচনের গণনায় দেখা যায় যে এখনও পর্যন্ত পাঁচটি পুরসভা নিজেদের দখলে নিয়েছে বিজেপি।