Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Madhya Pradesh

Madhya Pradesh: মধ্যপ্রদেশের পাঁচ পুরসভা বিজেপির দখলে, কংগ্রেস ও আপ একটি করে, গণনা চলছে বাকি চারটিতে

রাজ্যে প্রথম দফায় ১১ পুরনিগম, ৩৬ নগর পালিকা এবং ৮৬ নগর পরিষদে নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ হয়েছে গত ৬ জুলাই।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৯:৫১
Share: Save:

মধ্যপ্রদেশের পুরভোটে গেরুয়া ঝড়। রাজ্যের ১১টি পুরনিগমের নির্বাচনে সাতটির ফলঘোষণা হয়ে গিয়েছে। পাঁচটিতে জয়লাভ করেছে শাসকদল বিজেপি। এখনও পর্যন্ত একটি মাত্র পুরসভা জিতেছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ ভাবে আম আদমি পার্টি (আপ)-র ঝুলিতেও একটি পুরসভা গেল। এখনও গণনা চলছে বাকি পুরসভা— জবলপুর, গ্বালিয়র, ইনদওর, ভোপাল।

রাজ্যে প্রথম দফায় ১১ পুরনিগম, ৩৬ নগর পালিকা এবং ৮৬ নগর পরিষদে নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ হয়েছে গত ৬ জুলাই। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় তার ভোটগণনা। সন্ধ্যা ৬টা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, বুরহানপুর, সতনা, উজ্জয়িনী, খান্ডোয়া, সাগর পুরসভায় জিতে গিয়েছে বিজেপি। গেরুয়া শিবির এগিয়ে রয়েছে ভোপাল ও ইনদওরে। কংগ্রেস জিতেছে ছিন্দওয়াড়া পুরসভায়। এই ছিন্দওয়াড়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ঘাঁটি বলেই পরিচিত। জবলপুর ও গ্বালিয়রেও এগিয়ে রয়েছে হাত শিবির। অন্য দিকে, প্রথম বার মধ্যপ্রদেশের পুরভোটে লড়ে সিংগ্রাউলি পুরসভা দখল করেছে আপ।

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy