Advertisement
২২ নভেম্বর ২০২৪
Fuel Price Hike

Fuel price hike: সরকারকে কর কমানোর বার্তা দেবে বণিকসভা

তবে কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে জ্বালানি দু’টির লিটারে দাম আজও যথাক্রমে ১১৫.১২ টাকা ও ৯৯.৮৩ টাকা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২২ ০৫:৫৭
Share: Save:

কিছু দিন ধরে থমকে থাকলেও এখনও সর্বকালীন উচ্চতায় পেট্রল-ডিজ়েলের দাম। যা মূল্যবৃদ্ধির হারকে ঠেলে তোলার অন্যতম কারণ বলে দাবি বিরোধীদের। চড়া এই মূল্যবৃদ্ধিতে কিছুটা রাশ টানতে হলে এই মুহূর্তে যে জ্বালানিতে কর কমানোই পথ, সে কথা এ বার বলছে শিল্প মহলও। বণিকসভা সিআইআইয়ের নতুন প্রেসিডেন্ট সঞ্জীব বজাজের বার্তা, এই সব শুল্ক ও কর কমাতে সহযোগিতা করার জন্য কেন্দ্র এবং রাজ্যগুলিকে উৎসাহিত করবেন তাঁরা।

নভেম্বরে কেন্দ্র তেলে শুল্ক কমিয়েছে। ভ্যাট কমিয়েছে কিছু রাজ্য। পশ্চিমবঙ্গও সেস নিচ্ছে না। এ দিকে ভোটের পরে টানা বাড়লেও, গত ৭ এপ্রিল থেকে ফের থমকে পেট্রল ও ডিজ়েলের দাম। তবে কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে জ্বালানি দু’টির লিটারে দাম আজও যথাক্রমে ১১৫.১২ টাকা ও ৯৯.৮৩ টাকা। যার জেরে মাথা তোলা মূল্যবৃদ্ধির কারণে আমজনতা তো বটেই, ভুগছে
শিল্প মহলও।

আর্থিক বৃদ্ধি, বিশ্ব বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির সঙ্গে যুঝে চলার দশ দফা দাওয়াইয়ের কথা জানাতে গিয়ে এ দিন তেলের চড়া দর এবং তাতে করের বোঝার সেই প্রসঙ্গই তোলেন সঞ্জীব। বলেন, বণিকসভার পূর্বাভাস অনুসারে ২০২২-২৩ সালে ভারতের বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭.৪%-৮.২%। তাঁর বক্তব্য, পাম্পে পেট্রল-ডিজ়েলের দামের বড় অংশ কর-শুল্ক। এখনই মূল্যবৃদ্ধিতে কিছুটা লাগাম পড়াতে সেই বোঝা লাঘব করা জরুরি। তিনি বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্যগুলি যাতে তা কমায়, সে জন্য সহযোগিতা করতে উৎসাহিত করবে সিআইআই।’’

অন্য বিষয়গুলি:

Fuel Price Hike Inflation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy