Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mumbai-Bhubaneswar Lokmania Tilak Express

কটকের কাছে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস, আহত অন্তত ২০

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার কবলে মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। ছবি টুইটার থেকে নেওয়া

দুর্ঘটনার কবলে মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। ছবি টুইটার থেকে নেওয়া

সংবাদ সংস্থা
কটক শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৯:৩৭
Share: Save:

ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হল মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সংবাদসংস্থা সূত্রে খবর লোকমান্য তিলক এক্সপ্রেসের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।দেখুন ভিডিয়ো _ ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা। আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের

স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।

দেখুন ভিডিয়ো

ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা।

আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের

ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হল মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সংবাদসংস্থা সূত্রে খবর লোকমান্য তিলক এক্সপ্রেসের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।দেখুন ভিডিয়ো _ ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা।

ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হল মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সংবাদসংস্থা সূত্রে খবর লোকমান্য তিলক এক্সপ্রেসের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।দেখুন ভিডিয়ো _ ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা। আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের

স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।

দেখুন ভিডিয়ো

ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা।

আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE