‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র বৈঠকে লোকসভা ও বিধানসভায় এক সঙ্গে ভোট করানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর দাবি, এক সঙ্গে ভোটের কথা সংবিধানে বলা আছে। যদিও সেই দাবি মানতে চাননি বিরোধীরা। বৈঠকের শেষে জেপিসি-র চেয়ারম্যান পি পি চৌধরি জানান, বিষয়টির সঙ্গে আমজনতার স্বার্থ জড়িত।
দেশের মানুষ যাতে এ বিষয়ে মতামত দিতে পারেন, সে জন্য একটি ওয়েবসাইট খোলা হবে। যেখানে নিজেদের মতামত দিতে পারবেন দেশবাসী। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানান তিনি। সূত্রের মতে, কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতে চান, কোনও রাজ্যের সরকার যদি মেয়াদ শেষ হওয়ার আগে পড়ে যায়, সে ক্ষেত্রে ওই রাজ্যের ভোটারদের কেন ফের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত করা হবে! গগৈ ছাড়াও আজ বিষয়টি নিয়ে কমিটির সামনে বক্তব্য রাখেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)