উঠোনে বসে খেলছিল আট বছরের শিশু। সে বেলুন ফোলাচ্ছিল। একটি বেলুন তার মুখেই ফেটে যায়। আর তার জেরেই মৃত্যু হয় ডিম্পল ওয়াংখেড়ে নামে ওই শিশুর। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশুটির। মহারাষ্ট্রের ধুলের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উঠোনে বসে বেলুন ফোলাচ্ছিল ডিম্পল। একটি বেলুন তার মুখেই ফেটে যায়। বেলুনের অংশ তাঁর শ্বাসনালীতে আটকে যায়। তার ফলে দম আটকে আসতে থাকে শিশুটির। পরিবারের লোকজন এসে দেখেন, শ্বাস নিতে পারছে না ডিম্পল। সঙ্গে সঙ্গে তাকে কাছের এক হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
চিকিৎসক জানিয়েছে, বেলুনের টুকরো শিশুটির শ্বাসনালীতে ঢুকে আটকে যায়। সে কারণে এই বিপত্তি। এই ঘটনার পরে চিকিৎসকেরা আরও এক বার অভিভাবকদের শিশুকে চোখে চোখে রাখার পরামর্শ দিয়েছেন।