ঝড়়বৃষ্টির জেরে বিপর্যস্ত বেঙ্গালুরু। শনিবার কর্নাটকের রাজধানী-শহরে নানা জায়গায় গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় তিন বছরের এক শিশুর। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান জল দাঁড়িয়ে যায়। রবিবারও সেখানে দুর্যোগ পুরোপুরি কাটেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বেঙ্গালুরু এবং কর্নাটকের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার মাত্র আধ ঘণ্টার ভারী বৃষ্টিতে জল জমে যায় বেঙ্গালুরুর বিভিন্ন অংশে। আবহাওয়া দফতর জানায়, কেবল শনিবারই উত্তর বেঙ্গালুরুতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর শহরের অন্যান্য প্রান্তে হয়েছে ৪০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি। এই মরসুমে এমন ভারী বর্ষণ বেঙ্গালুরুতে এই প্রথম।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, ঝড়ের কারণে বেঙ্গালুরুর নানা এলাকা থেকে অন্তত ৩০টি গাছ ভেঙে পড়ার খবর এসেছে তাদের কাছে। ডালপালা ভেঙে পড়েছে প্রায় ৪৮টি গাছের। বেঙ্গালুরু বিমানবন্দরে জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাহত হয় বিমান পরিষেবাও। আপৎকালীন পরিস্থিতিতে শনিবার বেঙ্গালুরুগামী অন্তত ১০টি বিমানকে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়। বিমান সংস্থা ইন্ডিগো জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে।
আরও পড়ুন:
প্রাকৃতিক দুর্যোগের পর বেঙ্গালুরু শহরে জল-যন্ত্রণা নিয়ে কর্নাটকের কংগ্রেস সরকারকে আক্রমণ করে বিজেপি। পদ্ম শিবিরের তরফে কটাক্ষ করে লেখা হয়, ‘ব্র্যান্ড বেঙ্গালুরু’ এখন ‘ফ্লাড বেঙ্গালুরু’। রাস্তায় রাস্তায় জল জমে যাওয়ায় যানজট সামলাতে হিমশিম খেতে হয় ট্র্যাফিক পুলিশকে।