এক আধিকারিককে সাসপেন্ড করেছে প্রসার ভারতী।—ফাইল চিত্র।
আইআইটি মাদ্রাজে প্রধানমন্ত্রীর বক্তৃতা লাইভ সম্প্রচার না করায় এক আধিকারিককে সাসপেন্ড করার অভিযোগ উঠল প্রসার ভারতীর বিরুদ্ধে। চেন্নাইয়ে ডিডি পঢ়িগাই চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর বসুমতীকে সাসপেন্ড করা হয়েছে। তবে নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচার না করার কারণেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে সাসপেনশন অর্ডারের কোথাও উল্লেখ নেই। বরং বসুমতী শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করেন নরেন্দ্র মোদী। তার আগে চেন্নাই বিমানবন্দর থেকে বেরিয়ে বিজেপি সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন। সবমিলিয়ে ওই দিন নরেন্দ্র মোদীর তিনটি অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার কথা ছিল ডিডি পঢ়িগাই চ্যানেলে। কিন্তু প্রসার ভারতীর তরফে নির্দেশ থাকা সত্ত্বেও, বাকি দু’টি অনুষ্ঠান দেখালেও, সমাবর্তন অনুষ্ঠানে মোদীর ভাষণ না দেখিয়ে ওই সময় তামিল গান এবং অন্য অনুষ্ঠান চালানো হয় বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে ১ সেপ্টেম্বর আর বসুমতীকে সাসপেনশনের নির্দেশ ধরান প্রসার ভারতীর সিইও শশীশেখর ভেম্পতি। তাতে বলা হয়, ১৯৬৫ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস আইনের আওতায় আর বসুমতীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড-ই থাকবেন তিনি। অনুমতি ছাড়া রাজ্য এবং চেন্নাইয়ে দূরদর্শনের সদর দফতর ছেড়ে যেতেও পারবেন না।
সাসপেনশন অর্ডার। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
আরও পড়ুন: রাশিয়া থেকেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিনবে ভারত? বাধা হয়ে দাঁড়াতে পারে আমেরিকা
আরও পড়ুন: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অর্থ জোগানের পিছনে দিল্লির পাক দূতাবাস? এনআইএ-র তদন্তে বিস্ফোরক তথ্য
মোদীর বক্তৃতা না দেখানোতেই আর বসুমতীকে সাসপেন্ড করা হয়েছে বলে যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে। তবে এ নিয়ে আর বসুমতীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমে এ নিয়ে কোনও মন্তব্য করেননি প্রসার ভারতীর সিইও শশীশেখর ভেম্পতিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy