ডিএমকে সাংসদ কানিমোঝি এবং দ্রাবিড় অধিকার রক্ষা আন্দোলনের প্রয়াত কিংবদন্তী নেতা রামস্বামী পেরিয়ারের বিরুদ্ধে কুমন্তব্য করার অপরাধে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি বিধায়ক এইচ রাজার জেলের সাজা হল।
তামিলনাড়ুর বিশেষ এমপি-এমএলএ আদালত সোমবার ছ’মাসের জেলের সাজা দিয়েছে বিজেপি নেতা রাজাকে। তবে রায় কার্যকরের ক্ষেত্রে ৩০ দিনের সময়সীমা দিয়েছেন বিচারক জে জয়াভেল। ওই সময়সীমার মধ্যে উচ্চতর আদালতে আবেদন জানাতে পারবেন রাজা।
আরও পড়ুন:
তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কারাইকুড়ি আসনে ২০০১-০৬ বিধায়ক ছিলেন রাজা। ২০১৮ সালে এরোডে একটি সভায় পেরিয়ার এবং কানিমোঝি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। এর পর তার বিরুদ্ধে স্থানীয় এক ডিএমকে নেতা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলাতেই সাজা হল রাজার। প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বোন কানিমোঝি বর্তমানে থুথুকুড়ি কেন্দ্রের ডিএমকে সাংসদ।