ঝাড়খণ্ডের ছাতরার এক বাড়ি থেকে ২২ বছরের তরুণী এবং তাঁর যমজ সন্তানের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সন্তানদের নিয়ে আত্মঘাতী হয়েছেন তরুণী। তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবী দেবী। শুক্রবার রাতে কারিহারা গ্রামের বাড়িতে শিবী এবং তাঁর দুই শিশুসন্তানের দগ্ধ দেহ দেখতে পান স্থানীয়েরা। তাঁরা থানায় খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর স্বামী দিলীপ যাদব দিল্লিতে থাকেন। সেখানে দিনমজুরের কাজ করেন। গত কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন শিবী। সংসারে টানাটানিও চলছিল। মনে করা হচ্ছে, সে সব কারণে সন্তানদের নিয়ে আত্মঘাতী হতে পারেন তরুণী।
আরও পড়ুন:
কারিহারা গ্রাম প্রতাপপুর থানার অধীনে। ওই থানার আধিকারিক কাসিম আনসারি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলা সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন, না কি কেউ খুন করেছেন তাঁদের, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল।