Advertisement
২৩ জানুয়ারি ২০২৫

আইএলপি প্রশ্নে মেঘালয় ঝুলেই

আইএলপি চালু না-করে সমগ্র মেঘালয়কে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও গুঞ্জন রয়েছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০১:৫৪
Share: Save:

মেঘালয় মন্ত্রিসভা ও মেঘালয় বিধানসভা সর্বসম্মত ভাবে সে রাজ্যকে ‘বেঙ্গল ফ্রন্টিয়ার রেগুলেশনস অ্যাক্ট’ তথা ইনারলাইন পারমিট (আইএলপি)-এর আওতায় আনার জন্য প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রকে পাঠালেও কেন্দ্র তাতে এখনও সাড়া দেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড়দিনের পরে এ নিয়ে বিবেচনার আশ্বাস দিলেও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে গুয়াহাটির পরেই সবচেয়ে বেশি ব্যবসা, পর্যটন ও কাজের জায়গা মেঘালয়। সেখানে বিভিন্ন রাজ্যের মানুষকে হরদম ঢুকতে হয়। আইএলপি চালু হলে তা রাজ্যের উন্নতিতে বাধা দেবে বলেই মন্ত্রকের অনেকের মত। রাজ্যের প্রস্তাবে সবুজ সঙ্কেত না-ও মিলতে পারে। রাজ্য সরকার অবশ্য জানিয়েছে, এ সব গুজব। কেন্দ্র তেমন কোনও কথা জানায়নি। দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত হবে।

আইএলপি চালু না-করে সমগ্র মেঘালয়কে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও গুঞ্জন রয়েছে। সরকারি ভাবে এমন কোনও কথা বলা না-হলেও রাজ্যের অ-জনজাতি বিধায়ক আজাদ জামান আগেভাগে তাঁর আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, মেঘালয়ের ৯৭ শতাংশ এলাকা এখন ষষ্ঠ তফসিলের আওতায় রয়েছে।

অন্য বিষয়গুলি:

Inner Line Permit ILP Meghalaya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy