প্রতীকী চিত্র
২৪ এপ্রিল (শনিবার) নয়, বরং ২৮ এপ্রিল (বুধবার) থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে ‘মাইগভইন্ডিয়া’-তে টুইট করে এ কথা জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে টুইটে বলা হয়েছে, ‘১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার যে খবর বা গুজব ছড়িয়েছে তাতে বিভ্রান্ত হবেন না। ২৮ এপ্রিল থেকে কোউইন অ্যাপ্লিকেশন ও আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনে শুরু হবে এই নথিভুক্তিকরণ। খবরের মধ্যে থাকুন, সুস্থ থাকুন’।
Don’t get misguided by rumours/news stating that registration for vaccination of 18+ citizens to start from 24th April 2021! The registrations will start on the #CoWIN platform and Aarogya Setu App from 28th April 2021 onwards. Stay informed, stay safe! #IndiaFightsCorona pic.twitter.com/i2SwCyRgFY
— MyGovIndia (@mygovindia) April 22, 2021
এই টুইটে আরও জানানো হয়েছে, ‘১৮ থেকে ৪৫ বছর বয়স সীমার মধ্যে থাকা ব্যক্তিরা কেবলমাত্র আগে থেকে নথিভুক্তিকরণের মাধ্যমেই এই টিকা পেতে পারেন। সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলে টিকা দেওয়া হবে না। তার আগে কোউইন অ্যাপ্লিকেশন ও আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে’।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ছিল, ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে ২৪ এপ্রিল থেকে। কয়েক ঘণ্টা পরেই সেই ভুল শুধরে দিল কেন্দ্রীয় সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy