Advertisement
০৫ নভেম্বর ২০২৪

তিন মূর্তি ভবনে হাত পড়বে না

জওহরলাল নেহরুর মৃত্যুর পরে তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নেয় তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে নেহরু গবেষণার কেন্দ্র হয়ে ওঠে তা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ০৩:১৭
Share: Save:

তিন মূর্তি ভবনকে দেশের সমস্ত প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ বানানোর কাজে আরও এক ধাপ এগোল কেন্দ্র। নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (এনএমএমএল)-র বার্ষিক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে আজ এ নিয়ে প্রাথমিক একপ্রস্ত আলোচনা হয়।

জওহরলাল নেহরুর মৃত্যুর পরে তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নেয় তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে নেহরু গবেষণার কেন্দ্র হয়ে ওঠে তা। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে দেশের সমস্ত প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে একটি স্মারক গড়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ঠিক হয়, তিন মূর্তি ভবনে হবে সেটি। স্বাভাবিক ভাবেই এতে আপত্তি তোলে কংগ্রেস। অভিযোগ তোলে, নেহরুকে ইতিহাস থেকে মুছে দিতে চাইছে মোদী সরকার। যদিও আজকের বৈঠকে সরকারের তরফে এই বলে কংগ্রেস প্রতিনিধিদের আশ্বস্ত করা হয় যে, তিন মূর্তি ভবনের চৌহদ্দিতে খালি জমিতে মেমোরিয়াল গড়া হবে। নতুন করে ভবন বানানো হবে। ‘হেরিটেজ ভবন’ বলে মূল কাঠামোর কোনও ক্ষতি করা হবে না।

বৈঠকের পরে রাজ্যসভার কংগ্রেস সাংসদ কর্ণ সিংহ বলেন, ‘‘এ বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কাজ শুরু হবে সকলের সম্মতি পাওয়ার পরেই।’’ এনএমএমএল-র অধিকর্তা শক্তি সিংহ শুধু জানান, ‘‘দেশের প্রধানমন্ত্রীদের সম্মান জানাতে মেমোরিয়াল গঠন করার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আজকের বৈঠকেও আলোচনা হয়েছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE