ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ছবি সৌজন্য টুইটার।
রাস্তার উপর আহত একটি পাখিতে দেখে গাড়িচালককে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন ব্যবসায়ী অমর মণীশ জরিওয়ালা। পাশ দিয়ে দ্রুতগতিতে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল। সেই গাড়িগুলিকে কাটিয়ে সবে আহত পাখিটির কাছে পৌঁছেছিলেন দু’জনে। তার পরের ঘটনা শিউরে ওঠার মতো।
দ্রুতগতিতে একটি ট্যাক্সি তাঁদের দিকে ছুটে আসে। অমর এবং তাঁর গাড়িচালক শ্যামসুন্দর কামাট সরে যাওয়ার সুযোগ পাননি। সোজা তাঁদের গিয়ে ধাক্কা মারে ট্যাক্সিটি। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, প্রায় পাঁচ ফুট শূন্যে উঠে ১০ ফুট দূরে গিয়ে গার্ডরেলে আছড়ে পড়েন তাঁরা।
What a tragedy. This is Mumbai’s Bandra Worli Sea Link pic.twitter.com/VSTQz27vqY
— Singh Varun (@singhvarun) June 10, 2022
তাঁদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় শ্যামসুন্দরের।
পুলিশ সূত্রে খবর, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ধরে মালাড যাচ্ছিলেন অমর। সি লিঙ্কের উপর আহত পাখিটিকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমেছিলেন। তখনই ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয় দু’জনের। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে রবীন্দ্রকুমার জয়সওয়ার নামকে ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy