ছবি: টুইটার
লখনউয়ে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ঘটল চরম বিপত্তি। একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ি। চারিদিক ঢেকে গেল ধুলোয়। পড়ল একটি গাড়ির উপরেও। দুমড়ে যাওয়া গাড়ি থেকে কোনওমতে বাঁচলেন চালক। এই ভয়ানক ঘটনাই ধরা পড়েছে একটি ভিডিয়োতে।
বিএসপি-র প্রাক্তন সাংসদ দাউদ আহমেদের সংস্থা এই বাড়িটি তৈরি করছিল। কিন্তু লখনউয়ের ওই এলাকা ঐতিহাসিক। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছিল ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের বাড়ি রয়েছে এখানে, যেটি ১৮ শতকে তৈরি। নিয়ম অনুসারে কোনও ঐতিহাসিক স্থানের ৩০০ মিটারের মধ্যে কোনও নির্মাণ করা যায় না। কিন্তু এই নির্মাণটি চলছিল ১২৩ মিটারের মধ্যে। সেই কারণেই স্বাভাবিক ভাবে আপত্তি তোলে প্রশাসন। সেই কারণেই নির্মাণের মাঝপথে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এটি।
যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৮ সালে হাই কোর্টে আবেদন করেন প্রাক্তন সাংসদ। কিন্তু তাঁর আবেদন বাতিল করে আদালত। লখনউ উন্নয়ন পর্ষদও এই বাড়িটির আবেদন বাতিল করে দেয়। তখনই চূড়ান্ত নোটিস দিয়ে বলা হয়, বাড়িটি ভেঙে ফেলা হবে। কিন্তু ভাঙার সময় ঘটে বিপত্তি। হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে সেটি। চারিদিক ধুলোয় ঢেকে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনওমতে পালিয়ে বাঁচছেন আশেপাশের লোকেরা। ঘটনায় একটি গাড়ির ক্ষতি হয়। কোনওমতে বাঁচেন গাড়ির চালক। শরীরে একাধিক চোট লেগেছে তাঁর।
बी एस पी के पूर्व एम पी दाऊद का लखनऊ में बन रहा मल्टी स्टोरीड रेजिडेंशियल अपार्टमेंट सरकार ने ज़मींदोज़ कर दिया।इसकी लागत 100 करोड़ बताई जा रही है।यह ए एस आई के मोन्यूमेंट रेजीडेंसी के बहुत क़रीब बन रहा था।जिसने इसे गिराने का आदेश दिया था। pic.twitter.com/Uozb1klqW2
— Kamal khan (@kamalkhan_NDTV) July 4, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy