নেতার মৃত্যুতে বাক্সায় কার্ফু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে ‘অবড়ো সুরক্ষা সমিতি’র এক নেতার মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠল বড়োল্যান্ড স্বশাসিত এলাকা। পরিস্থিতি সামাল দিতে বাক্সায় জারি করা হয়েছে কার্ফু। পুলিশ জানিয়েছে, বাক্সার মুসলপুর এলাকার বেলগুড়ি পাথারের বাসিন্দা মনোজ দাস (৩৫) গত কাল অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় মনোজকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি বাক্সা জেলা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ও অবড়ো সুরক্ষা সমিতির সদস্য ছিলেন। লোকসভা ভোটের সময় তিনি অবড়ো প্রার্থী হীরা শরণিয়ার হয়ে প্রচারও চালান। পরিবারের অভিযোগ, তখন বড়ো পিপল্স ফ্রন্টের তরফে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। পুলিশ আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ময়না তদন্তের পরে আজ পুলিশ যখন তাঁর দেহ গ্রামে নিয়ে আসছিল সে সময় উত্তেজিত গ্রামবাসীরা পথ অবরোধ করে। পুলিশের উপরে হামলা চালায়। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইজি (আইন-শৃঙ্খলা) এস এন সিংহ ঘটনাস্থলে যান। এর পরেই জেলায় কার্ফু জারি কর হয়। অন্য দিকে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কার্বি আংলং জেলার ডকমকা এলাকার একটি গ্রাম থেকে ৫ কেপিএলটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেনাসূত্রে জানানো হয়, ধৃতদের মধ্যে রয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক রোনাম লিজুলাং। জঙ্গি ঘাঁটি থেকে একটি একে ৫৬, একটি এসএলআর, একটি ৩০৩ রাইফেল, একটি লিথড লঞ্চার, ২০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিহারে বন্ধের মেয়াদ বাড়াল মাওবাদীরা
নিজস্ব সংবাদদাতা • পটনা
প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে মাওবাদীদের ডাকা বন্ধের মেয়াদ ২৪ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হল। ফলে আজ রাত ১২টা পর্যন্ত এই বন্ধের মেয়াদ বেড়েছে। মঙ্গলবার রাতে, বন্ধের শুরুতেই ঔরঙ্গাবাদে রেললাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। আগে পাইলট ইঞ্জিন থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস। গত কাল রাতে ফের ঔরঙ্গাবাদের আম্বা থানার চাধৌলি গ্রামে এক পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফাটিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। মদনপুরের গুলিকাণ্ডের ঘটনার এটা যে প্রতিবাদ মাওবাদীরা পোস্টারের মাধ্যমে সেই বার্তাও পৌঁছে দিয়েছে পুলিশ প্রশাসনকে। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার উপেন্দ্র শর্মা বলেন, “পুলিশ অফিসার বলেই এটা করা হয়েছে। আরও একদিন বন্ধ বাড়ানোয় আমরা নজরদারিও বাড়িয়েছি। ফের অভিযান শুরুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।” পুলিশ জানায়, কাল রাতে পুলিশ অফিসারের বাড়িতে মাওবাদী হামলার সময় বানির লোকেদের হাতে জঙ্গিরা কিছু লিফলেট দিয়ে যায়। সেই লিফলেটে মদনপুরে পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি এবং বিধানসভার স্পিকার উদয়নারায়ণ চৌধুরীর উদ্দেশে হুঁসিয়ারি দেওয়া হয়েছে। মহাদলিতদের উপর অত্যাচার এবং হত্যা বন্ধের দাবি জানায় তারা। লিফলেটে বলা হয়েছে, মদনপুরের ঘটনা সবে শুরু। রাজ্য জুড়ে এই আন্দোলন আরও জোরদার করা হবে।
অসমে কংগ্রেসের বিক্ষোভ স্তিমিত
সেনাপতি হিমন্তবিশ্ব শর্মার ইস্তফা এক কথায় গৃহীত হওয়া ও দুই মন্ত্রীর অপসারণের পরে অসম কংগ্রেসের গগৈ-বিরোধী শিবিরের আস্ফালন এখন অনেকটাই স্তিমিত। এত দিন বিরোধী শিবির দাবি করছিল, তাদের সঙ্গে ৫৫ জন বিধায়ক রয়েছেন। তবে আজ যে বিবৃতিটি এই শিবির থেকে প্রকাশ করা হয়েছে তাতে ২১ জন বিধায়কের স্বাক্ষর রয়েছে। তাঁদের বক্তব্য, তাঁরা দলের অনুশাসন মেনেই দলের ভিতরে থেকে তাঁদের দাবি নিয়ে লড়াই চালিয়ে যাবেন। কোনও পদ, ক্ষমতা ও অন্য প্রলোভনে বিপথগামীও হবেন না। এ দিকে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবনেশ্বর কলিতা এই বিষয়ে তাঁর এতদিনের নীরবতা ভেঙে হিমন্তবিশ্ব শর্মা তথা গগৈ-বিরোধী শিবিরের কাজকর্মের কড়া সমালোচনা করেছেন। আজই মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও কলিতার দিল্লি যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তাঁরা আপাতত যাত্রা স্থগিত রাখেন।
জঙ্গি-সরকার তরজা চরমে
সংঘর্ষবিরতি চুক্তির ভৌগোলিক পরিসীমা নিয়ে কেন্দ্র ও মণিপুর সরকারের সঙ্গে এনএসসিএন (আইএম)-এর কাজিয়া চরমে উঠেছে। সম্প্রতি মণিপুরের উখরুলে, স্বশাসিত পরিষদের এক সদস্যকে হত্যা ও ছয় কর্মীকে অপহরণের পর মণিপুর সরকার রাজ্যের নাগা অধ্যূষিত পার্বত্য জেলা গুলিতে এনএসসিএন (আইএম)-এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তাদের শিবিরে যৌথ বাহিনী পাঠানো হয়। উদ্ধার করা হয় ছয় অপহৃতকে। সংঘর্ষবিরতিতে থাকা আইএম-এর শিবিরে যৌথ বাহিনীর হামলার প্রতিবাদ করে আইএম নেতৃত্ব।
আত্মঘাতী রক্ষী
দিসপুরের বিধায়ক আবাসে নিজের বুকেই গুলি চালালেন এক নিরাপত্তা রক্ষী। পুলিশ জানায়, বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনের দেহরক্ষী লক্ষেশ্বর নাথ ও তাঁর সঙ্গী দেহরক্ষী বিধায়কের সরকারি বাসভবনের সামনের ঘরে থাকতেন। আজ ভোরে নাথ শৌচালয়ে যান। দীর্ঘক্ষণ তিনি বের না হওয়ায় অন্য দেহরক্ষী শৌচালয়ের দরজা ভেঙে দেখেন নাথ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
স্থগিত কেদার যাত্রা
কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হল ২৬ জুলাই পর্যন্ত। ধস নামার কারণে হৃষিকেশ-কেদারনাথ জাতীয় সড়ক এবং গুপ্তকাশী-কালীমঠের রাস্তা বন্ধ। বৃষ্টিপাতের জন্যও ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারের বহু অঞ্চল। অবশ্য এক সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার ১৪০ জন তীর্থযাত্রীকে নিয়ে বদ্রীনাথ যাত্রা শুরু হয়েছে।
রাইসিনায় সংগ্রহশালা
রাষ্ট্রপতির ঘোড় সওয়ার দেহরক্ষীদের জন্য রাইসিনার ব্রিটিশ আমলের আস্তাবল এখন সম্পূর্ণ একটি সংগ্রহশালায় পরিণত। রাষ্ট্রপতি হিসেবে তাঁর দু’বছর পূর্তির দিন, আগামী কাল সেটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রণববাবু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগেই সনিয়া গাঁধী তাঁকে অনুরোধ করেছিলেন, সেখানকার অমূল্য সব শিল্প সংগ্রহ নিয়ে সংগ্রহশালা গড়া হলে ভাল হয়। রাষ্ট্রপতিরও বিষয়টি নিয়ে আগ্রহ ছিল। তাই বিশেষজ্ঞ সরোজ ঘোষকে তিনি দায়িত্ব দেন। সরোজবাবু জানান, দ্বিতীয় পর্যায়ে সংগ্রহশালাটি আরও আকর্ষণীয় করা হবে।
ধৃত ফেরার
জেহনাবাদের জোড়া খুনে অভিযুক্ত, হাসপাতাল থেকে ফেরার সঙ্গীতা দেবীকে ফের ধরা পড়ল। নিজামুদ্দিন চকের বাসিন্দা এই মহিলার বিরুদ্ধে দুই যুবককে খুন করার অভিযোগ তোলে এলাকাবাসী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy