Advertisement
০৫ জুলাই ২০২৪
Shamik Bhattacharya

অধীরকে হাতিয়ার করে শমীকের তোপ খড়্গেকে, প্রথম বক্তৃতায় ছুঁয়ে গেলেন অনেক ভাষা ও ইতিহাস

একটা সময়ে বামেদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলত কংগ্রেস। আবার বামেরাও বলত, সাতের দশকে কংগ্রেসের সন্ত্রাসের কথা। অতীতে বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেসের কী সম্পর্ক ছিল সেই ইতিহাস টেনে আনেন শমীক।

(বাঁ দিক থেকে) অধীর চৌধুরী, শমীক ভট্টাচার্য, মল্লিকার্জুন খড়্গে।

(বাঁ দিক থেকে) অধীর চৌধুরী, শমীক ভট্টাচার্য, মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ২১:২৭
Share: Save:

রাজ্যসভার সাংসদ হিসেবে মঙ্গলবার প্রথম বক্তৃতা করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। আর সেই বক্তৃতায় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খড়্গেকে বিঁধতে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হাতিয়ার করলেন শমীক। যা নিয়ে আপত্তিও উঠল সংসদের উচ্চকক্ষে। কংগ্রেসের সাংসদেরা আপত্তি জানিয়ে বলেন, যিনি সংসদে নেই, তাঁর নাম করে এ ভাবে বলা যায় না। সেই সময়ে রাজ্যসভার অধিবেশন পরিচলনা করছিলেন রাজীব শুক্ল। তিনিও শমীককে থামান।

খড়্গের উদ্দেশে শমীক বলেন, ‘‘২০১৬ সাল থেকে আজ পর্যন্ত বাংলায় ২০০-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। এই নির্বাচনের পরে ন’জন খুন হয়েছেন। কিন্তু আপনাদের একটা টুইটও আসেনি।’’ এর পরেই অধীর প্রসঙ্গে চলে যান শমীক। খড়্গেকে নিশানা করে রাজ্যসভায় বিজেপি সাংসদ বলেন, ‘‘গত পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ১০ জন কর্মী খুন হয়েছেন। অধীর চৌধুরীর বিবৃতি প্রকাশ্যে রয়েছে। কিন্তু আপনাদের কোনও বিবৃতি ছিল না।’’ শমীক এ-ও বলেন, ‘‘অধীর চৌধুরীর সঙ্গে আমার বিস্তর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। কিন্তু তিনি বড় নেতা। তিনি শুধু নিজে জেতেননি, প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে জিতিয়ে এনেছিলেন।’’

অতীতে বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেসের কী সম্পর্ক ছিল সেই ইতিহাস টেনে আনেন শমীক। একটা সময়ে বামেদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলত কংগ্রেস। আবার বামেরাও বলত, সাতের দশকে কংগ্রেসের সন্ত্রাসের কথা। কিন্তু এখন সেই বাম-কংগ্রেসই জোট করে ভোটে লড়ে বাংলায়। সেই প্রসঙ্গ তুলে শমীক বলেন, ‘‘খড়্গেজি! কী হল আপনাদের? কাদের সঙ্গে সমঝোতা করে বিজেপির বিরোধিতা করছেন?’’

বক্তৃতায় বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত— একাধিক ভাষাকে ছুঁয়ে গিয়েছেন শমীক। পাশাপাশিই, জওহরলাল নেহরু থেকে পিথাগোরাসের তত্ত্ব এনেছেন প্রসঙ্গক্রমে। মাঝে মাঝে হিন্দি ছবির গানের লাইনও ব্যবহার করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE