ছবি: সংগৃহীত।
অপরাধীই হোক বা প্রতিবন্ধী, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত বিজেপি প্রার্থীকে সমর্থন করা উচিত। দলীয় কর্মীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে।
ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে দেওঘর জেলার জামতাড়ায় সম্প্রতি একটি কর্মিসভায় গিয়েছিলেন নিশিকান্ত। সেখানে নিজের ভাষণে তিনি বলেন, ‘‘আপনাদের অনুরোধ করতে চাই যে বিজেপি যাঁকেই প্রার্থী করুক না কেন, তা তিনি প্রতিবন্ধী, চোর-ডাকাত বা এক জন দুষ্ট লোক হলেও, আমরা তাঁকে সমর্থন করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপর আমাদের পুরোপুরি আস্থা থাকা উচিত।’’ কেন এ কথা বলেছেন নিশিকান্ত? দলীয় কর্মীদের কাছে সে যুক্তিও পেশ করেছেন তিনি। তাঁর কথায়: ‘‘সব সময় মনে রাখবেন, বিজেপি দুর্নীতিপরায়ণ দল নয়। ফলে এর কেন্দ্রীয় নেতৃত্বের বাছাই সর্বদাই সঠিক।’’
এই মন্তব্যের পর দলীয় কর্মীদের প্রতিক্রিয়া জানা না গেলেও বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছেন ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত। বেগতিক দেখে তিনি জানিয়েছেন, আসলে রূপক অর্থেই এই মন্তব্য করেছেন। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কখনওই ভুল প্রার্থী বাছাই করেন না। তাঁর কথায়: ‘‘দলীয় কর্মীদের বলেছি, ব্যক্তিগত ভাবে কোনও প্রার্থীকে যদি অপরাধী বা প্রতিবন্ধী বলে মনেও হয়, তা সত্ত্বেও তাঁদের সমর্থন করাটা দায়িত্ব। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি অমিত শাহ বা আমাদের মুখ্যমন্ত্রী রঘুবর দাস কখনওই অযোগ্য কাউকে প্রার্থী হিসাবে বাছবেন না।’’
আরও পড়ুন: বিজেপিকে রুখতেই কি এখন একজোট কাশ্মীর
Here is what Jharkhand BJP MP @nishikant_dubey had to advise to BJP Karyakartas.. pic.twitter.com/znx6uYJZUP
— Mohammed Zubair (@zoo_bear) October 25, 2019
নিজের মন্তব্যের সাফাই দিলেও তা মানতে নারাজ বিরোধী দলের নেতা হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুক্তিমোর্চার ওই নেতা এ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এতে বিজেপি সাংসদের বস্তাপচা ও অসংসদীয় মনোভাবই ফুটে উঠেছে। তিনি নিজেকে দ্বিতীয় চাণক্য মনে করেন। কিন্তু, তাঁর মন্তব্যে বিজেপির অন্দরের ভয় আর হতাশার প্রতিফলন ঘটেছে।’
আরও পড়ুন: কংগ্রেসের আশায় জল ঢেলে হরিয়ানায় ঘর বাঁচালেন শাহ
হেমন্ত সোরেনের মতে, ‘রাজ্যে আসল সমস্যাগুলি হল কর্মসংস্থানের অভাব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু বিজেপি চোর-ডাকাতকেই প্রার্থী করে আমাদের ঘরে আরও লুঠপাট করতে চায়।’
চলতি বছরের শেষের দিকে নভেম্বর-ডিসেম্বরে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। দেওয়ালির পরই তার দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy