শৌচাগার পরিষ্কার করছেন বিজেপি সাংসদ। ছবি সৌজন্য টুইটার।
গ্লাভস, ব্রাশ পাননি, তাই খালি হাতেই স্কুলের শৌচাগার ঘষে ঘষে পরিষ্কার করলেন বিজেপি সাসংদ। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সাংসদ নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন।
তিনি মধ্যপ্রদেশের রীবার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে স্বচ্ছতা অভিযান চালাচ্ছে বিজেপি যুব মোর্চা। প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল ১৭ সেপ্টেম্বর। ওই দিন থেকেই ‘সেবা পাখওয়াড়া’ নামে স্বচ্ছতা অভিযান চালাচ্ছে যুব মোর্চা। আগামী ২ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে।
पार्टी द्वारा चलाये जा रहे सेवा पखवाड़ा के तहत युवा मोर्चा के द्वारा बालिका विद्यालय खटखरी में वृक्षारोपण कार्यक्रम के उपरांत विद्यालय के शौचालय की सफाई की।@narendramodi @JPNadda @blsanthosh @ChouhanShivraj @vdsharmabjp @HitanandSharma pic.twitter.com/138VDOT0n0
— Janardan Mishra (@Janardan_BJP) September 22, 2022
বৃহস্পতিবার রীবার খাটকরীতে একটি গার্লস স্কুলে গিয়েছিলেন সাংসদ। স্কুল পরিদর্শন করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশও নেন। এর পর তিনি স্কুলের শৌচাগারে যেতেই আঁতকে ওঠেন। দুর্গন্ধ, নোংরা ছড়িয়ে গোটা শৌচাগার জুড়ে। স্বচ্ছতা অভিযানে গিয়ে স্কুলের শৌচাগারের এমন হাল দেখে অস্বস্তিতে পড়েন সাংসদ।
হাতের কাছে শৌচাগার পরিষ্কার করার ব্রাশ না পেয়েই খালি হাতে ঘষে ঘষে শৌচাগার পরিষ্কার করেন তিনি। এই প্রথম নয়, এর আগেও ২০১৮ সালে জনসংযোগে বেরিয়ে নিজের সংসদীয় এলাকার একটি প্রাথমিক স্কুল পরিদর্শনে যান বিজেপি সাংসদ। সেই সময়ও তাঁকে শৌচাগার পরিষ্কার করতে দেখা গিয়েছিল। সেই ছবিও প্রকাশ্যে এসেছিল। ২০২১ সালে একটি কোয়রান্টিন সেন্টারে গিয়ে শৌচাগার পরিষ্কার করেছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy