Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Uttarakhand Civic Elections

বেগ দিলেন নির্দলেরা, উত্তরাখণ্ডে পুরনিগমে বড় জয় বিজেপির, হাড্ডাহাড্ডি লড়াই পঞ্চায়েতে

ওয়ার্ডভিত্তিক লড়াইয়ে আবার বিজেপি, কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে নির্দল প্রার্থীরা। পুরনিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মোট ১২৮২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছিল।

BJP dominates Uttarakhand civic elections, Mayors win in 10 municipal corporations

জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Share: Save:

উত্তরাখণ্ডের পুর নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ১১টি পুরনিগমে মেয়রের আসনের মধ্যে ১০টিই দখল করেছে পদ্মশিবির। একটি গিয়েছে নির্দলদের দখলে। সর্বাধিক ব্যবধানে জয় এসেছে দেহরাদুনের মেয়রের আসনে। সেখানে বিজেপি প্রার্থী সৌরভ থাপলিয়াল এক লক্ষের বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র পোখরিয়ালকে।

পুরনিগম ছাড়াও পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনও ছিল উত্তরাখণ্ডে। এই দুই ক্ষেত্রে অবশ্য বিজেপির জয় মসৃণ নয়। কংগ্রেসের সঙ্গে জোর টক্কর ছিল তাদের। পিছিয়ে নেই নির্দলরাও। পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত মিলিয়ে ৮৯টি জায়গায় ভোটগ্রহণ হয়। সেখানে এখনও পর্যন্ত বিজেপি জিতেছে ৩০টিতে। কংগ্রেস জিতেছে ২৭টি। নির্দলরা জিতেছে ২৮টিতে। বহুজন সমাজ পার্টি (বিএসপি) জয়ী হয়েছে দু’টিতে।

ওয়ার্ডভিত্তিক লড়াইয়ে আবার বিজেপি, কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে নির্দল প্রার্থীরা। পুরনিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মোট ১২৮২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছিল। তার মধ্যে নির্দলেরা জয়ী হয়েছে ৬০৬টি ওয়ার্ডে। বিজেপি ৩৪৬টি এবং কংগ্রেসের ১৩৪টি ওয়ার্ডে জয় পেয়েছে।

২৩ জানুয়ারি ভোট হয় উত্তরাখণ্ডে। ১১টি পৌরনিগম ছাড়া ৪৩টি পুর পরিষদ এবং ৪৬টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হয়। ভোটে লড়েছিলেন ৫,৪০৫ জন প্রার্থী। ১১টি মেয়র পদের জন্য লড়াই করেছেন ৭২ জন। পুর পরিষদের সভাপতি পদে ৪৪৫ জন এবং কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮৮৮ জন।

অন্য বিষয়গুলি:

Uttarakhand BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy