জোট-চর্চা: অমিত শাহের বাড়িতে বৈঠকের আগে নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ান ও ছেলে চিরাগ। রবিবার নয়াদিল্লিতে। পিটিআই
পাঁচ রাজ্যে হারের জ্বালা ক্রমশ টের পাচ্ছে বিজেপি। বিহারে শরিকদের মন পেতে গিয়ে নাকাল হতে হল কেন্দ্রে শাসক এবং বিহারে গত বার সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে। ভাগের আসন ছেড়েই শরিকদের ধরে রাখতে হল নরেন্দ্র মোদী-অমিত শাহদের!
তাতেও অবশ্য শেষ রক্ষা হল না। বরং বিহারে আরও একটি শরিক খসে গেল বিজেপির জোট থেকে। সেখানে সব আসনে লড়ার সিদ্ধান্ত নিল শিবসেনা। আর নিজেদের ভাগের আসন ছেড়ে নীতীশ কুমার ও রামবিলাসের সঙ্গে জোট করার পরেও অমিত শাহের স্বস্তি কই! তাঁকে পাশে রেখেই নীতীশ শুনিয়ে দিলেন, বিজেপিতে মোদী-শাহ যুগ শুরুর আগেও এনডিএ শক্তিশালী ছিল।
উপেন্দ্র কুশওয়াহা এনডিএ জোট ছাড়ায় আরও পোক্ত হয়েছে বিরোধী জোট। এনডিএ-র সঙ্গে থাকা ‘বিকাশশীল ইনসান পার্টি’র নেতা মুকেশ সাহনির অপেক্ষায় থাকলেও আজ তিনি সঙ্গেই ইউপিএ-তে যোগ দেন। মনের মতো আসন না পেলে রামবিলাসও এনডিএ ছাড়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন। এমন এক অবস্থায় গত কয়েক দিনের জট কাটিয়ে আজ দিল্লিতে জোট ঘোষণা করলেন অমিত, নীতীশ, রামবিলাস। রাজ্যের ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ও জেডি(ইউ) লড়বে ১৭টি করে আসনে। ‘সমান আসনে’ লড়ার যে ঘোষণা আগেই করেছিলেন অমিত-নীতীশ। বাকি ৬টিতে রামবিলাসের এলজেপি। রামবিলাসকে পাঠানো হবে রাজ্যসভাতেও।
আরও পড়ুন: মোদীর বদলি কি গডকড়ীরা? বাড়ছে জল্পনা
এ নিয়ে পটনায় মোদীকে খোঁচাও দিলেন কুশওয়াহা। বললেন, ‘‘মোদীর যদি ৫৬ ইঞ্চির ছাতিই থাকে, তা হলে নীতীশের কাছে নতমস্তক হলেন কেন?’’ গত লোকসভা ভোটে বিহারে বিজেপি জিতেছিল ২২টি আসনে। এখন নীতীশের চাপে পাঁচটি আসন ছেড়ে সতেরোয় নামতে হল তাদের। রামবিলাসকেও নিজেদের থেকে একটি রাজ্যসভা আসন ছাড়তে হবে।
অমিতকে খোঁচা দিলেন নীতীশও। আসন সমঝোতা ঘোষণা করে অমিত শাহ বলেছিলেন, ২০১৪-র থেকেও বেশি আসনে বিহারে জিতবে এনডিএ। নীতীশ বলেন, ‘‘প্রয়োজনের থেকে বেশি কথা বলার স্বভাব আমার নয়। অমিত শাহ ভাবছেন, ২০১৪ সালের থেকে বেশি আসন জেতার। কিন্তু ২০০৯ সালের লোকসভার সার্বিক পরিণাম যা-ই হোক, বিহারে এনডিএ ৩২টির বেশি আসন পেয়েছিল।’’ নীতীশ বুঝিয়ে দিলেন, ২০১৪-য় বিজেপিতে মোদী-শাহ যুগ শুরুর আগেও এনডিএ মজবুত ছিল। ফলে সব কৃতিত্ব মোদী-শাহের নয়।
আরও পড়ুন: এনআরসি নিয়ে বিস্ফোরক অমিত
এমনকি অমিত শাহের বাড়িতে এই যৌথ ঘোষণার পর সেখানে দাঁড়িয়েই রামমন্দির নিয়ে বিজেপির হল্লা থেকে নিজেকে দূরে রাখলেন নীতীশ। বললেন, ‘‘উন্নয়নই আমার অস্ত্র। রামমন্দির নিয়ে আদালত বা ঐকমত্যের ভিত্তিতে সমাধান— এটাই আমাদের বরাবরের অবস্থান।’’ আসন সমঝোতা ঘোষণা হলেও জট যে পুরোপুরি কাটেনি, তা জানালেন রামবিলাস-পুত্র চিরাগ। তাঁর মতে, কে কোন আসনে লড়বে, সেটি নিয়ে আলোচনা এখনও বাকি। এনডিএ সঙ্গ ছেড়ে ইউপিএ শিবিরে আসা মুকেশ সাহনি আজ বলেন, ‘‘বিজেপি শুধু প্রতিশ্রুতিভঙ্গ করেছে।’’ তেজস্বীর কথায়, ‘‘এনডিএ-তে শরিকরা সম্মান পায় না, আমরা দেব। এনডিএ জোট দু’টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy