ফাইল ছবি।
প্রবল বৃষ্টি চলছে তেলঙ্গানায়। বৃষ্টিভেজা আবহাওয়ায় জমিয়ে হায়দরাবাদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে কার না হয়! কিন্তু এই বৃষ্টির প্রতাপেই বিরিয়ানির পাতে পড়ছে কাঁটা। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তা নিয়েই এখন তোলপাড় খাদ্যরসিকদের অন্দরমহল।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। তার মধ্যেই আচমকা দেখা যায় দুটি হাঁড়ি ভাসতে ভাসতে চলেছে। তাতে ভরা বিরিয়ানি!
Somebody is going to be unhappy for not getting his biryani order.#Hyderabad #HyderabadRains pic.twitter.com/OPdXsjSoKs
— Ibn Crowley (@IbnFaraybi) July 28, 2022
এই ভিডিয়ো দেখে অনেকেরই প্রাণ ডুকরে কেঁদে উঠেছে। গরম গরম বিরিয়ানি বোঝাই হাঁড়ি এ ভাবে বন্যার জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে দূরে, তা হজম করা বিরিয়ানি প্রেমীদের কাছে যে বিষসম, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে আবার এতেও রসিকতা খুঁজছেন। তাঁরা বলছেন, দম বিরিয়ানি এখন অতীত। এটা ‘সাঁতরানো’ বিরিয়ানির যুগ। হায়দরাবাদি বিরিয়ানি ঘরানায় নবতম সংস্করণ!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy