দিল্লির পাখি। ছবি: টুইটার থেকে নেওয়া।
যাঁরা ভাবেন দিল্লিতে কাক আর পায়রা ছাড়া অন্য কোনও পাখির দেখা মেলে না, তাঁদের জন্য টুইটারে একটি পোস্ট করেছেন এক নেটাগরিক। সেখানে বেশ কয়েকটি সুন্দর, রঙিন পাখির ছবি পোস্ট করেছেন। আর তাঁর এই পোস্ট দেখে উত্সাহিত অনেক নেটাগরিক আবার শহরাঞ্চলে তাঁদের তোলা পাখির ছবি পোস্ট করেছেন।
আমন শর্মা নামে এই টুইটার ইউজার একটি পোস্টে চারটি ছবি শেয়ার করেছেন। এগুলি তিনি তাঁর বাথরুমের জানলা দিয়ে তুলেছেন বলে তিনি জানিয়েছেন। এদিন আরও কয়েকটি পাখির ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে এই পোস্টের সঙ্গে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ানের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলটিকে ট্যাগ করে দিয়েছেন। প্রবীণ আবার আমনের টুইটটি শেয়ার করেছেন। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
আমনের পোস্ট শেয়ার করে প্রবীণ লিখেছেন, বিশ্বে যত রাজধানী রয়েছে, সেখানে পাখির প্রজাতির সংখ্যার বিচারে দিল্লি দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে কেনিয়ার নাইরোবি। প্রবীণ জানিয়েছেন, দিল্লিতে কম—বেশি ৫০০ প্রজাতির পাখি পাওয়া যায়। তার ২৫ শতাংশই নাকি অভিবাসী, তবে দিল্লির ৪০ শতাংশ মানুষও তো অভিবাসী বলে মন্তব্য করেছেন প্রবীণ।
আরও পড়ুন: কেরলের পাহাড়ে দেখা মিলল ‘জটায়ু’-র’, সত্য জানা গেল ইন্টারনেট থেকে
দেখুন সেই পোস্ট:
National Capital of Delhi has 2nd highest bird diversity in world in any capital city. After Nairobi of Kenya. It has some 500 species of birds.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 22, 2020
As they say about 25% of birds of Delhi are migrant in a city where about 40% of its humans are also migrants. https://t.co/iCVdlSPlp2
Another frame of the Grey Hornbill at the railing of the stairs going up to the adjoining house next to my bathroom window :)) pic.twitter.com/ClHLWeMjUY
— Aman (Stay home, Stay safe) Sharma 🌎✨ (@Amansha24) February 23, 2020
Blessed to wake up each morning to the sight of these wondrous creatures flying about outside my home in Delhi
— Aman (Stay home, Stay safe) Sharma 🌎✨ (@Amansha24) February 23, 2020
Nature always finds a way to grow in unexpected places, & to co-exist & connect with those who seek it!
Neighborhood Hornbill family!@deespeak @ParveenKaswan pic.twitter.com/9WG97zarNR
আমনের এই পোস্ট দেখে অনেক শহরবাসী নেটাগরিক এমন পাখির ছবি পোস্ট করেছেন। শুভেন্দু মণ্ডল নামে দক্ষিণ দমদমের এক পডুয়া কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে, সেগুলি হোস্টেলের বারান্দা থেকে তোলা।
আরও পড়ুন: প্রায় ৫০ বছর পর দেখা মিলল বিরল রামধনু সাপের
দেখুন সেই পোস্ট:
These pictures are taken from my hostel balcony in South Dumdum, Kolkata. Only tree near the building. pic.twitter.com/HEhzuvP6A8
— Suvendu Mandal (@SuvenduMandal98) February 22, 2020
এছাড়াও এলাহাবাদ, গুরুগ্রামের মতো বিভিন্ন শহরের কয়েকজন তাঁদের তোলা বা সংগ্রহ করা কিছু পাখির ছবি পোস্ট করেছেন।
দেখুন সেই পোস্ট:
Around my flat in #Gurgaon pic.twitter.com/DcYszqt9XT
— Gautam Kashyap (@gkash77) February 22, 2020
These two I click in Allahabad/Prayagraj from my home. pic.twitter.com/Aw87QHrWlO
— Mohit (@Mohit60068959) February 22, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy