ছাভি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজ হওয়ার পর পর তাঁর নানা জায়গায় খোঁজ করা হয়। টুইটার থেকে নেওয়া
এক যুগ আগে তখন তাঁর বয়স ছিল আঠারো বছর। বিহারের বক্সার জেলার খিলাফৎপুরের বাসিন্দা ছাভি হঠাৎ এক দিন নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজ করা হয় তাঁর। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কোনও খোঁজ মেলেনি। মৃত বলে ধরে নিয়ে পরিবারের লোকজনরা নিয়ম মেনে তাঁর পারলৌকিক ক্রিয়াও করেন। বারো বছর পর হঠাৎ তাঁদের অবাক করে পাকিস্তানের জেল থেকে ছাভির চিঠি এল!
ছাভি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজ হওয়ার পর পর তাঁর নানা জায়গায় খোঁজ করা হয়। পুলিশেও অভিযোগ জানান তাঁরা। কিন্তু কোনও খোঁজ মেলেনি।
সম্প্রতি হঠাৎ এক দিন পুলিশ জানায়, তাদের কাছে একটি চিঠি এসেছে, যে চিঠির প্রেরকের নাম ছাভি। চিঠিতে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর বাড়ি খিলাফৎপুরে। তিনি এখন পাকিস্তানের জেলে রয়েছে।
ছাভি বেঁচে আছেন জানতে পেরে আনন্দের ঢল নামে পরিবারে। কী ভাবে ছাভি বিহারে থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গেলেন, তা ভেবে হতবাক তাঁরা।
পুলিশ জানিয়েছে, স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে তারা এই চিঠি পেয়েছে। কিন্তু পাকিস্তানের কোন জেলে আছেন ছাভি, তা জানা যায়নি। ইতিমধ্যেই তারা খোঁজখবর শুরু করেছে। যত শীঘ্র সম্ভব যাতে তাঁকে পাকিস্তানের জেলে থেকে দেশে ফেরানো যায়, তার চেষ্টা করছে পুলিশ। এই বারো বছরে ছাভির বাবা মারা গিয়েছেন। মা, ভাই এখন তাঁর ফেরার প্রতীক্ষায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy