বিপুল উৎসাহে ভোট উৎসব বিহারে। ছবি: পিটিআই।
বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আসতে শুরু করল বুথফেরত সমীক্ষা থেকে। জেডিইউ-আরজেডি-কংগ্রেসের মহাজোট বনাম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ— প্রায় সবক’টি সমীক্ষাই বলছে দু’পক্ষে টক্কর কাঁটায় কাঁটায়। হার-জিতের ফয়সলা হতে চলেছে খুবই কম ব্যবধানে। ফোটো ফিনিশ লড়াইতে অবশ্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে পিছনে ফেলে মহাজোটের এগিয়ে থাকার পূর্বাভাস মিলতে শুরু করেছে অধিকাংশ সমীক্ষায়। এবিপি নিউজ-এসি নিয়েলসনের সমীক্ষা বলছে লালু-নীতীশ-কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে। একই ইঙ্গিত দিচ্ছে নিউজ নেশন এবং এনডিটিভি’র সমীক্ষাও। তবে টুডে’জ চাণক্য-এর বুথফেরত সমীক্ষা সম্পূর্ণ অন্য ফলের আভাস দিচ্ছে। নিউজ ২৪-এর সঙ্গে চাণক্য’র করা যৌথ সমীক্ষায় আভাস বিপুল গরিষ্ঠতা নিয়ে পটনার দখল পেতে চলেছে গেরুয়া শিবির। ইন্ডিয়া টুডে-সিসেরো’র সমীক্ষায় তুল্যমূল্য লড়াইয়ের ছবি।
বিহার বিধানসভা ভোট ২০১৫—বুথফেরত সমীক্ষা
সমীক্ষক এনডিএ মহাজোট অন্যান্য
এবিপি নিউজ-এসি নিয়েলসন ১০৮ ১৩০ ৫
ইন্ডিয়া টুডে-সিসেরো ১১৩-১২৭ ১১২-১২৩ ৪-৮
নিউজ নেশন ১১৭ ১২২ ৪
এনডিটিভি ১১০ ১২৫ ৮
টুডে’জ চাণক্য-নিউজ ২৪ ১৫৫ ৮৩ ৫
অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের জয়ের আভাস মিললেও, চাণক্য’র সমীক্ষায় উল্টো ফলের আভাস নীতীশ শিবিরকে চিন্তায় রাখবে। ২০১৪-র লোকসভা নির্বাচন-সহ বেশ কয়েকটি ভোটে চাণক্য’র বুথফেরত সমীক্ষা প্রায় পুরোপুরি মিলে গিয়েছে। তবে যে কোনও বুথফেরত সমীক্ষাই প্রাথমিক অনুমান মাত্র। এই ধরনের সমীক্ষার ফল বহু বার ভুল প্রমাণিত হয়েছে। ৮ নভেম্বর সকালেই বোঝা যাবে, পূর্বাভাস মিলল, নাকি ওলট-পালট হয়ে গেল সব হিসেব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy