Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bihar Assemble Election 2020

বিহার জয়ে টিকা-টোপ বিজেপির

বিজেপির এই ঘোষণার পরেই সমাজকর্মী সাকেত গোখলে নির্বাচন কমিশনে অভিযোগ জানান।

ছবি পিটিআই ।

ছবি পিটিআই ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০৩:৪৩
Share: Save:

এখনও করোনার প্রতিষেধক নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। ভারতে কবে তা মিলবে, তারও কোনও নিশ্চয়তা নেই। কিন্তু বিহারের ভোটে জেতার লক্ষ্যে সেই ‘অদৃশ্য’ প্রতিষেধককেই অস্ত্র করল বিজেপি! আজ তারা ঘোষণা করে দিল, বিহারে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে!

আজ খোদ মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপির ইস্তাহার প্রকাশ করে এই প্রতিষেধক প্রতিশ্রুতি দিয়েছেন। বিহারের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক এক সপ্তাহ বাকি। মহাসপ্তমী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে ভোটের প্রচারে শুরু করবেন। তার ঠিক আগে বিজেপির এই ‘ভোট দিন, ফ্রি-তে করোনা প্রতিষেধক নিন’ মন্ত্র শুনে বিরোধীরা অভিযোগ তুলেছে, বিজেপি এ বার করোনার প্রতিষেধক নিয়েও রাজনীতি শুরু করে দিল? বিরোধীদের প্রশ্ন, করোনার প্রতিষেধক এলে তা গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

সেখানে মোদী সরকার তথা বিজেপি কী ভাবে শুধু মাত্র একটি রাজ্যে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে? অন্যান্য রাজ্যে ভোট নেই বলে কি সেখানে বিনামূল্যে প্রতিষেধক মিলবে না? নাকি আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, অসম, তামিলনাড়ুতে ভোটের আগে সেখানেও এমন প্রতিশ্রুতি দেবে বিজেপি?

আরও পড়ুন: আক্রমণে নীতীশ, ‘মৌকা-মন্ত্রী’ খোঁচা লালুর

কংগ্রেস নেতা রাহুল গাঁধী সরাসরি মোদী সরকারকে কটাক্ষ করে বলেছেন, “ভারত সরকার কোভিড প্রতিষেধক বিলির ঘোষণা করে দিয়েছে। কবে প্রতিষেধক আর মিথ্যে প্রতিশ্রুতি মিলবে, তার জন্য অনুগ্রহ করে নিজের রাজ্যের ভোটের দিনক্ষণ দেখুন!”

কংগ্রেসের প্রশ্ন, এর পর কি ২০২১-এর মাঝামাঝি সময়ে বিজেপি পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও তামিলনাড়ুতে বিনামূল্যে টিকার কথা ঘোষণা করবে? বিজেপি নেতারা তার উত্তর দেওয়ার আগেই আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী তাঁর রাজ্যে বিনামূল্যে প্রতিষেধকের কথা ঘোষণা করে দেন! বিহারে বিজেপি জোটের মূল প্রতিদ্বন্দ্বী আরজেডি-র তেজস্বী যাদবের বক্তব্য, “করোনার টিকা গোটা দেশের। শুধু বিজেপির সম্পত্তি নয়।”

বিজেপির এই ঘোষণার পরেই সমাজকর্মী সাকেত গোখলে নির্বাচন কমিশনে অভিযোগ জানান। তাঁর যুক্তি, এক জন কেন্দ্রীয় মন্ত্রী এই ঘোষণা করছেন। সংবিধানে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে। এই ঘোষণা তার বিরুদ্ধে। কংগ্রেস নেতা শশী তারুরও প্রশ্ন তুলেছেন, ‘তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে প্রতিষেধক দেব’ বলার পরেও অর্থমন্ত্রী ও তাঁর নির্লজ্জ সরকারকে ভর্ৎসনা করবে না নির্বাচন কমিশন? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও প্রশ্ন তোলেন, “অ-বিজেপি শাসিত রাজ্যগুলির কী হবে? যে সব ভারতীয় বিজেপিকে ভোট দেবেন না, তাঁরা বিনামূল্যে কোভিড প্রতিষেধক পাবেন না?”

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার প্রশ্ন, বিজেপি কি নিজের কোষাগারের টাকায় বিনামূল্যে টিকা দেবে?

বিরোধীদের তিরের মুখে বিহারের ভারপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের ব্যাখ্যা, দেশের মানুষকে খুব কম খরচে টিকা জোগানো হবে। তার পরে রাজ্য চাইলে বিনামূল্যে টিকা দিতে পারে। বিহারে বিজেপি সেটাই করবে। বিজেপির আরেক নেতা অমিত মালব্যও ব্যাখ্যা দেন, স্বাস্থ্য রাজ্যের বিষয়। কাজেই রাজ্য চাইলে টিকার খরচ বহন করতে পারে।

প্রথম দফার ভোটগ্রহণের সাত দিন আগে বিজেপির বিনামূল্যে টিকার প্রতিশ্রুতি দেখে আরও একটি প্রশ্নও উঠেছে। তা হল, আরজেডি নেতা তেজস্বী যাদবের জনসভায় যে রকম ভিড় উপচে পড়ছে, তা দেখেই কি বিজেপির এই মরিয়া পদক্ষেপ? তেজস্বী ক্ষমতায় এলে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দেওয়ায় নীতীশ তা নিয়ে কটাক্ষ করেছিলেন।

আজ বিজেপি নিজেই ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে! বিজেপি নেতারা বলছেন, আরজেডি-র ভোটব্যাঙ্ক মুসলিম ও যাদব। তাঁরা এমনিতেই জনসভায় ভিড় করেন। মুখে এ কথা বললেও নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না বিজেপি নেতারা। বিজেপি-জেডি(ইউ) জোট বিহারে ক্ষমতায় ফিরলে নীতীশই মুখ্যমন্ত্রী বলে বিজেপি নেতারা জানিয়ে দিয়েছেন। কিন্তু বিজেপি ইস্তাহার প্রকাশের দিন যে বিজ্ঞাপন প্রকাশ করেছে, তাতে শুধুই মোদীর ছবি। বিরোধীরা বলছেন, নীতীশের বিরুদ্ধে ক্ষোভ ঢেকে মোদীর ভরসাতেই বিহারের ভোটে নামছে বিজেপি!

অন্য বিষয়গুলি:

Bihar Assemble Election 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy