Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bihar Election 2020

বন্ধ জমায়েত, ভিডিয়োয় ভোট-প্রচার চায় কমিশন

নির্বাচনের কারণে বিহারে যাতে করোনা পরিস্থিতি আয়ত্তের বাইরে না-চলে যায়, জনসভার উপরে খড়্গহস্ত হয়েছে কমিশন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৫
Share: Save:

বড় বা ছোট— নির্বাচনী রাজনীতিতে শক্তি প্রদর্শনে সব দলই এত দিন বেছে নিয়েছে পটনার প্রাণকেন্দ্র গাঁধী ময়দানকে। শাসক শিবির শুনিয়েছে উন্নয়নের ফিরিস্তি। আর বিরোধীরা সুর চড়িয়েছে সরকারের বিরুদ্ধে। কিন্তু এ বার কি হবে?

নির্বাচনের কারণে বিহারে যাতে করোনা পরিস্থিতি আয়ত্তের বাইরে না-চলে যায়, জনসভার উপরে খড়্গহস্ত হয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, জনসভায় কোনও শৃঙ্খলা থাকে না। সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা প্রবল। তাই জনসভা যত কম করা যায়, সে দিকে নজর

রাখতে হবে। প্রার্থীদের ভার্চুয়াল বা ভিডিয়ো মাধ্যমে প্রচারে জোর দিতে হবে। জনসভা করতেই হলে দূরত্ব-বিধি মেনে তা নির্দিষ্ট একটি মাঠে করতে হবে। উপস্থিতি যাতে একটি নির্দিষ্ট সংখ্যার বাইরে না যায়, সে জন্য সংশ্লিষ্ট জেলার নির্বাচনী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে— জনসভা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হবেন সংশ্লিষ্ট জেলার নির্বাচনী অফিসার।

আরও পড়ুন: বাড়তি ১ ঘণ্টা, তিন দফার ভোট বিহারে

অনুগামীদের সঙ্গে নিয়ে গলায় গাঁদা ফুলের মালা পরে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোট চাওয়ার ছবিটিও এ বার বদলাতে চলেছে। কমিশন স্পষ্ট জানিয়েছে প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচ জন থাকতে পারেন। অন্যথায় বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা। একই ভাবে অগুনতি বাইক-জিপ নিয়ে মনোনয়ন জমা দেওয়াও বন্ধ হতে চলেছে। মনোনয়নে প্রার্থীর সঙ্গে মাত্র দু’টি গাড়ি বেঁধে দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার পরামর্শ, ‘‘অনলাইনেও মনোনয়ন ও অর্থ জমার ব্যবস্থা থাকছে।’’

বিহারের ভোটার সংখ্যা প্রায় সাত কোটি। ভোটে সংক্রমণ রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে কমিশন। আরোরা বলেন, ‘‘ভিড় কমাতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। বুথ পিছু ভোটার ১৫০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়েছে। বুথে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপা হবে। দেওয়া হবে স্যানিটাইজার। মেশিনে বোতাম টেপার আগে প্রত্যেক ভোটারকে গ্লাভসও দেওয়া হবে।’’ লাইনে দাঁড়ানো যাদের তাপমাত্রা বেশি থাকবে, তাদের টোকেন দিয়ে তখনকার মতো বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। ভোটের শেষ ঘণ্টায় এসে ভোট দিতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: বিহার ভোটে বঙ্গের ১৮ পর্যবেক্ষক

যাঁরা করোনা সংক্রমিত বা নিভৃতবাসে রয়েছেন, তাঁরা পোস্টাল ব্যালটে বা শেষ ঘণ্টায় এসে ভোট দিতে পারবেন।

অন্য বিষয়গুলি:

Bihar Election 2020 Elelction Commission Bihar Assembly Elections
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy