—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ক্লাশে বসে সহপাঠিনীর সঙ্গে কথা বলার ‘অপরাধে’ দশম শ্রেণির এক ছাত্রের দাঁত ভেঙে দিল বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলের চার পড়ুয়া। মারধরের জেরে সাময়িক ভাবে আংশিক দৃষ্টিহীন হয়ে পড়েছে ওই ছাত্রটি। এমনই অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রের মা। অভিযুক্ত চার ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে পুলিশ।
নিজের অভিযোগপত্রে ওই ছাত্রের মায়ের দাবি, ২৭ জুলাই তাঁর ১৫ বছরের ছেলেকে মারধর করেছে অভিযুক্তেরা। মারধরের জেরে গুরুতর আঘাত লেগেছে কিশোরের। অভিযোগ, ক্লাশের এক সহপাঠিনীর কাছে পড়াশোনার নোটস চাইতে তার সঙ্গে কথা বলেছিল সে। তাঁর ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই মারধর করেছে ওই চার ছাত্র। স্কুলের শেষে বাড়ি ফেরার পথে তাদের বেধড়ক মারধরে কিশোরের সামনের সারির দু’টি দাঁত ভেঙে যায়। এমনকি, কিছু সময়ের জন্য আংশিক ভাবে দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়।
আহত কিশোরের মায়ের কথায়, ‘‘আমার ছেলেকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ওই ছাত্রদের অভিভাবকদেরও তলব করেছেন তাঁরা।’’
পুলিশ সূত্রে খবর, মারধরে অভিযুক্তদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy