Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Beating the Retreat

রাইসিনার মাথায় ড্রোনের মেলা, অন্ধকার আকাশ ফুটে উঠবে দেশের ছবি! উপস্থিত দ্রৌপদী, মোদী

অন্তত ৩৫০০টি ড্রোন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের মাথায় তৈরি করবে আলোর মালা। সেই আলোকমালায় কখনও ফুটে উঠবে কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি, কখনও বা সেখানে ধরা দেবে দেশের জাতীয় পতাকা।

The drone show will light up the evening sky over the Raisina hills of New Delhi

ড্রোনের সাহায্যে তৈরি করা হবে এমনই আলোকমালা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:৫৫
Share: Save:

রবিবারের নয়াদিল্লি সাক্ষী থাকবে এক অদ্ভুত ঘটনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্তত ৩৫০০টি ড্রোন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের মাথায় তৈরি করবে আলোর মালা। সেই আলোকমালায় কখনও ফুটে উঠবে কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি, কখনও বা সেখানে ধরা দেবে দেশের জাতীয় পতাকা, সংসদ ভবন। নয়াদিল্লির কর্তব্যপথে ‘বিটিং দি রিট্রিট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, সেনাবাহিনীর মিউজিক ব্যান্ড রবিবার সন্ধ্যায় কুচকাওয়াজের সময় বাদ্যযন্ত্রের সাহায্যে ২৯টি ভারতীয় সুরের মূর্ছনা তৈরি করবে। তবে মূল আকর্ষণ হিসাবে থাকছে ওই ‘ড্রোন শো’-ই। বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হচ্ছে, দেশে এত সংখ্যক ড্রোনকে এর আগে কখনও দেখা যায়নি। তবে বৃষ্টিভেজা দিল্লি চিন্তায় রাখছে প্রশাসনকে।

প্রতি বছরই ২৯ জানুয়ারি বিজয় চকে এই বিটিং দি রিট্রিট অনুষ্ঠান হয়ে থাকে। সেনাবাহিনীর প্রধান নির্দেশক হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি। উপস্থিত থাকেন প্রধানমন্ত্রীও। ২৯ জানুয়ারি এই অনুষ্ঠানের মাধ্যমেই আনুষ্ঠানিক ভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হয়।

অন্য বিষয়গুলি:

Beating the Retreat new delhi Drone Narendra Modi Draupadi Murmu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy