রোকেয়ার প্রদর্শনী স্থগিত করায় কেন্দ্রকে নিশানা অধীরের। ছবি: সংগৃহীত।
ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর উপলক্ষে দিল্লির ললিতকলা অ্যাকাডেমিতে বাংলাদেশি শিল্লী রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী হওয়ার কথা ছিল। রবিবার ওই প্রদর্শনী উদ্বোধনের জন্য প্রয়োজনীয় আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার কোনও কারণ না দেখিয়েই ওই প্রদর্শনীর উদ্বোধন স্থগিত করা নির্দেশ দিয়েছে।
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী শুক্রবার কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার একক প্রদর্শনী কোনও কারণ না দেখিয়েই স্থগিত করা হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এর যৌথ উদ্যোগে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।’
Bangladesi artist Rokeya Sultana's solo has been postponed without assigning any appropriate reasons. However the exhibition in India was organized by Indian Council of Cultural Relations in collaboration with Bengal Foundations.
— Adhir Chowdhury (@adhirrcinc) October 22, 2021
ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তির স্মরণে চলতি মাসের গোড়াতেই ঢাকায় আয়োজিত হয়েছিল রোকেয়ার একক প্রদর্শনী। দ্বিপাক্ষিক মৈত্রীর নিদর্শনের ওই প্রদর্শনীটিই রবিবার থেকে দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল। অন্যতম আয়োজক সংস্থা বেঙ্গল ফাউন্ডেশনের মহানির্দেশক লুভা নাহিদ চৌধুরী বলেছেন, ‘‘আমাদের বলা হয়েছে, রোকেয়ার প্রদর্শনীর জন্য নতুন তারিখ জানানো হবে। আমরা তারই প্রতীক্ষায় রয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy