ছবি দেখে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। —ছবি টুইটার থেকে।
স্কুল হোক বা রাস্তা, পড়ুয়াদের নিরাপত্তা অনেক সময়ই খুব একটা গুরুত্ব দিয়ে দেখেন না কর্তৃপক্ষ থেকে প্রশাসন, এমনকি তাদের অভিভাবকও। সে কারণে দুর্ঘটনাও হয়। স্কুলপড়ুয়াদের নিরাপত্তা নিয়ে পুলিশ, প্রশাসনের উদাসীনতার আরও একটি ঘটনা সামনে এল। সেই নিয়ে নেটমাধ্যমে শোরগোল শুরু হতেই পুলিশ জানিয়ে দিল, তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর।
টুইটারে জনৈক ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা গেল, অটোয় চেপে স্কুল যাচ্ছে পড়ুয়ারা। অটোর মাথাতেও বসে রয়েছে তিন-চার জন ছাত্র। ভিডিয়োটি পোস্ট করে জনৈক লিখেছেন, ‘এ ধরনের অসাবধান অটোচালকের সঙ্গে কী ভাবে নিজের বাচ্চাকে স্কুলে পাঠান অভিভাবকরা? উত্তরপ্রদেশের বরেলীর ঘটন। অটোটি নাকাটিয়া পুলিশ ঘাঁটির সামনে দিয়ে গিয়েছিল শুক্রবার। কিন্তু সম্ভবত সকলেই ঘুমিয়েছিলেন।’
টুইটটি ভাইরাল হতেই নজরে আসে বরেলী পুলিশের। তারা জানিয়ে দেয়, অটোচালককে জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে পুলিশ। এ বছরই ফতেপুরে একটি অটো আটকায় পুলিশ। তাতে সওয়ার ছিলেন ২৭ জন। সেই ছবি ভাইরাল হয়েছিল।
How can someone send their children to school with such a careless auto driver. Visuals from UP's Bareilly. This auto crossed office of RTO, Nakatia police outpost on Friday but everyone seemed to be sleeping. No action taken with registration no. UP25ET8342 by@Uppolice pic.twitter.com/hcfidtIJFS
— Raj Kumar Bhim Army (@Rajkuma79883678) August 28, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy