Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Atiq Ahmed

পুত্র আসাদকে ২০২৪-এর লোকসভা ভোটে দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছিলেন আতিক?

পুলিশের এক সূত্রের দাবি, আসাদ লেখাপড়ায় ভাল ছিলেন। তাই আতিক চাইতেন আসাদ রাজনীতিতে নাম লেখাক। তাই নিজেও মিরাটে নির্বাচনী জমি মজবুত করার কাজ শুরু করে দিয়েছিলেন।

Atiq Ahmed

আতিক আহমেদ এবং তাঁর পুত্র আসাদ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৮:০৬
Share: Save:

পুত্র আসাদকে লোকসভা ভোটে দাঁড় করানোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ এবং বিধায়ক তথা ‘গ্যাংস্টার’ আতিক আহমেদ। পুলিশের একটি সূত্র এমনই দাবি করেছে। শুধু তাই-ই নয়, আতিক নিজেও তাঁর ঘনিষ্ঠদের কাছে এ কথা জানিয়েছিলেন বলেও দাবি করেছে পুলিশের ওই সূত্র।

মিরাটের কিঠৌর থেকে আসাদকে দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছিলেন আতিক। আর এই কারণে আসাদকে ওই এলাকায় ঘন ঘন যাতায়াত এবং লোকজনের সঙ্গে মেলামেশার পরামর্শও নাকি দিয়েছিলেন আতিক। ঘটনাচক্রে, মিরাটে আতিকের ভায়রা চিকিৎসক আখলাকের পরিবারের বেশ কয়েক জন সদস্য থাকেন। সেই সূত্রকে কাজে লাগিয়েই কিঠৌরে নির্বাচনী জমি মজবুত করার লক্ষ্য ছিল আতিকের।

পুলিশের ওই সূত্রের দাবি, আসাদ লেখাপড়ায় ভাল ছিলেন। তাই আতিক চাইতেন আসাদ রাজনীতিতে নাম লেখাক। তাই নিজেও মিরাটে নির্বাচনী জমি মজবুত করার কাজ শুরু করে দিয়েছিলেন। ২০১৯ সাল থেকেই আতিক মিরাটে নতুন ডেরা বানিয়েছিলেন। কিন্তু তার আগেই সব শেষ।

উমেশ পালকে খুনের অন্যতম অভিযুক্ত ছিলেন আসাদ। পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু গোপন সূত্রে পুলিশ খবর পায়, ঝাঁসিতে আত্মগোপন করে আছেন আসাদ। তার পরই সেখানে অভিযান চালানো হয়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আসাদের। পুত্রের মৃত্যুর খবর পেয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েছিলেন আতিক। তাঁর শেষকৃত্যেও আতিককে যেতে অনুমতি দেয়নি পুলিশ। আসাদের মৃত্যুর দু’দিনের মধ্যেই দুষ্কৃতীদের হাতে খুন হন আতিক এবং তাঁর ভাই আশরফ।

অন্য বিষয়গুলি:

Atiq Ahmed Asad Ahmed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE