ট্রেনের তলায় রেলকর্মী গণেশ ঘোষ। টুইটার
সেতুর উপর দিয়ে যেতে যেতে ট্রেনে যান্ত্রিক গোলযোগ। থেমে যায় ট্রেনটি। তখনই দেখা দরকার ‘এয়ার লিকেজ’ হচ্ছে কি না। এমন পরিস্থিতিতে এক রেলকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেতুর উপরেই ট্রেনের তলায় ঢুকে পড়েন। হামগুড়ি দিয়ে গিয়ে দেখেন ঠিক কী কারণে গোলযোগ। এমনই একটি ভিডিয়ো টুইট করেছে রেল মন্ত্রক। তাতেই দাবি করা হয়েছে, রেলকর্মীরা ট্রেনের যাত্রা স্বাভাবিক রাখতে কী ভাবে দিনরাত ঝুঁকি নিয়ে কাজ করেন।
রেলের পক্ষে জানানো হয়েছে ওই কর্মীর নাম গণেশ ঘোষ। সহকারী লোকো পাইলট পদে চাকরি করেন। তবে কবে, কোথায়, কোন ট্রেনের তলায় ঢুকে তিনি কাজ করেন তার উল্লেখ করা হয়নি রেল মন্ত্রকের টুইটে। সঙ্গে পোস্ট করা হয়েছে গণেশের সাহসিকতার ভিডিয়ো।
রেল মন্ত্রক টুইটে লিখেছে, ‘রেল যাত্রীদের সেবা ও সুরক্ষার জন্য সবসময় সমর্পিত। রেলসেবকেরা দিনরাত যাত্রীদের রক্ষার জন্য কাজ করেন। তারই একটা উদাহরণ গণেশ ঘোষের এই সাহসিকতা।’
यात्रियों की सेवा और सुरक्षा में समर्पित।
— Ministry of Railways (@RailMinIndia) June 20, 2022
Railsevaks are committed to serve its passengers 24x7. An exemplary display of courage by Ganesh Ghosh, ALP who crawled under the coaches of halted train on a bridge & rectified air leakage issue that helped resume the journey. pic.twitter.com/9ZdkXBYacY
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy