জঙ্গি দমনে অসমে ধরপাকড়। প্রতীকী ছবি।
আল কায়দা জঙ্গিদলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। সে রাজ্যে কয়েকটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছে, যারা যুবকদের মধ্যে মৌলবাদ ছড়াচ্ছে, পুলিশের পক্ষ থেকে এমন দাবিই করা হয়েছে।
ধরপাকড় প্রসঙ্গে অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত বলেন, ‘‘আল কায়দার সঙ্গে যুক্ত ৩৪ জনেরও বেশি ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ধরনের চক্রান্তকে কখনই সফল হতে দেবে না অসম পুলিশ।”
Assam | There are different types of groups of Madrasas in Assam... Some new groups are sprouting up & taking advantage. Conspiracy hatching from outside Assam, currently from Bangladesh & Al-Qaeda-affiliated groups, influencing youth to spread radicalization: DGP BJ Mahanta pic.twitter.com/PPbaf9TgCs
— ANI (@ANI) August 25, 2022
তিনি আরও বলেছেন, ‘‘অসমে বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে। কয়েকটি নতুন গোষ্ঠীর নামও উঠে এসেছে। অসমের বাইরে সম্প্রতি বাংলাদেশ থেকে চক্রান্ত করা হচ্ছে। মৌলবাদ ছড়াতে আল কায়দা মদতপুষ্ট দলগুলি যুবকদের প্রভাবিত করছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy