ছবি টুইটার।
চারদিকে শুধুই ঘোলাটে জল। তার মধ্যেই উদ্ধারকারী দলের বোটে করে দুর্গত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তাঁকে অভিবাদন জানাতে গিয়ে বুকসমান জলে নেমে পড়লেন এক বাসিন্দা। অসমের শিলচরের এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের ভিডিয়োতে দেখা গিয়েছে, শিলচরে দুর্গত এলাকা পরিদর্শন করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীকে দেখেই তাঁকে হাত নেড়ে ডাকতে থাকেন জনৈক যুবক। এর পর বন্যা পরিস্থিতিতে জমা জলে পড়ে যান ওই যুবক। তার পর তাঁকে উদ্ধার করে মুখ্যমন্ত্রীর বোটের কাছে নিয়ে যায় উদ্ধারকারী দল।
#WATCH | Assam CM Himanta Biswa Sarma visited the flood affected Barak valley area where a resident braved flood waters to greet him with a 'Gamusa' pic.twitter.com/VOvQayYBoo
— ANI (@ANI) June 26, 2022
মুখ্যমন্ত্রীকে ‘গামছা’ দেন ওই যুবক। আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আবার যখন আসব, আপনার সঙ্গে এক কাপ চা খাব।’’ অন্য এক ব্যক্তির উদ্দেশে হিমন্ত বলেন, ‘‘পরের বার যখন শিলচর আসব, আপনার বাড়িতে যাব।’’
অসমে বন্যা পরিস্থিতিতে শিলচরের পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েক দিন ধরেই শিলচরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy