প্রবল বর্ষণে ফের ধস নেমে বিপত্তি অসমে। গোয়ালপাড়া এলাকায় ধসের জেরে দুই নাবালকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে এ নিয়ে ধসে মোট ছয় জনের মৃত্যু হল উত্তর-পূর্বের এই রাজ্যে।
ধসের জেরে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই নাবালকের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে অসমে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসমের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ধস নেমেছে গুয়াহাটির বিভিন্ন এলাকাতেও।
আরও পড়ুন:
চলতি বছরে বন্যা পরিস্থিতিতে অসমে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। নৌকায় করে দুর্গত এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল। গত মাসেও বৃষ্টির জেরে অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। বিপর্যস্ত হয়ে পড়েছিল রেল-সড়ক যোগাযোগ পরিষেবা।
এদিকে, মেঘালয়ে জাতীয় সড়কের একাংশেও ধস নেমেছে। যার জেরে বিঘ্নিত হয়েছে যান চলাচল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।