ফাইল চিত্র।
বন্যা পরিস্থিতিতে দুর্দশা ক্রমশ বাড়ছে অসমের। দুর্যোগে মৃতের সংখ্যাও বাড়ল। উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮।
অসমের ২৮টি জেলার ৩৩ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। শিলচর শহর কার্যত জলের তলায়। সেখানে জলস্তর ক্রমশ বাড়ছে বলে জানা গিয়েছে। এর জেরে শিলচরের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। পানীয় জলের সমস্যাও দেখা গিয়েছে। শ্মশান ডুবে যাওয়ায় প্যাকেটে মুড়ে মৃতদেহ বন্যার জলেই ভাসিয়ে দিয়েছেন স্থানীয়রা। এই ছবিও ধরা পড়েছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, নগাঁও জেলার বহু মানুষ হাইওয়েতে আশ্রয় নিয়েছেন। বাড়ি জলে ডুবে যাওয়ায় হাইওয়েতে তাঁবু খাটিয়ে দিনযাপন করছেন দুর্গতরা। রাহা বিধানসভা কেন্দ্রের অধীনে ১৫৫টি গ্রামের প্রায় ১.৪২ লক্ষ মানুষ বিপর্যস্ত হয়েছেন।
#AssamFloods2022 | With more than 5.03 lakh affected people, many take shelter on embankments & highways as several areas under Assam's Nagaon district continue to remain inundated
— ANI (@ANI) June 24, 2022
Nearly 1.42 lakh people of 155 villages under the Raha Assembly constituency affected. (24.06) pic.twitter.com/t2XoNVWhOL
এক হাজার ১২৬টি ত্রাণ শিবিরে ২.৬৫ লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই অসমের পরিস্থিতি নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আগামী কয়েক দিন সে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy